CFL: স্বাধীনতা দিবসের আগেরদিন ময়দানে ৩ প্রধানের ম্যাচ নিয়ে টানাপোড়েন

মোহনবাগান ছাড়া অন্য দুই প্রধানের ম্যাচ জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে আইএফএ-র। শুধু তাই নয়, দুইদিন করে পিছিয়ে দেওয়াও হতে পারে ইস্টবেঙ্গল, মহামেডানের ম্যাচ।
তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান
তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগানগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ ১৪ অগাস্ট মাঠে নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। তাও আবার নিজেদের ঘরের মাঠেই খেলবে তারা। একইদিনে ময়দানের তিন প্রধানের ম্যাচ একসঙ্গে দেখেনি কলকাতাবাসী। তার ওপর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান রয়েছে রেড রোডে। সেই কারণে মনে করা হচ্ছে কলকাতা লিগে দুইদিন করে পিছিয়ে যেতে পারে ইস্টবেঙ্গল এবং মহামেডানের ম্যাচ।

ঘরের মাঠে পুলিশ এসির বিরুদ্ধে নামার কথা ইস্টবেঙ্গলের। মোহনবাগান মাঠে এফসিআই-র বিরুদ্ধে নামতে চলেছে সবুজ-মেরুন। আর মহামেডান মাঠে সাদা-কালো শিবিরের সামনে সাদার্ন সমিতি। একই দিনে ময়দানের তিন প্রধানের খেলা দেখতে আসা সমর্থকদের নিরাপত্তাজনিত সমস্যায় পড়তে হতে পারে।

সূত্রের খবর, ১৪ অগাস্ট ইস্টবেঙ্গল, মহমেডান ম্যাচের দিনক্ষণ বদল করতে পারে আইএফএ। বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা সূত্রে খবর, পরদিন স্বাধীনতা দিবসে প্যারেড হবে রেড রোডে। সেই কারণে মহামেডান তাঁবুর সামনের অংশ পুরোটাই ঘিরে দেওয়া হবে, সমস্যা হবে মাঠে ঢুকতে। আবার প্যারেডের জন্য বিভিন্ন ট্যাবলো তৈরি হচ্ছে লেসলি ক্লডিয়াস সরণিতে। রাস্তার একাংশে দাঁড়িয়ে থাকবে বিভিন্ন সরকারি দফতরের ট্যাবলোবাহী গাড়ি। ফলে ১৪ অগাস্ট সমর্থকদের ইস্টবেঙ্গল মাঠে যাওয়া নিয়েও সমস্যা হবে।

তবে মোহনবাগান মাঠে যাতায়াতের কোনও সমস্যা নেই। তাই মোহনবাগান ছাড়া অন্য দুই প্রধানের ম্যাচ জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে আইএফএ-র। শুধু তাই নয়, দুইদিন করে পিছিয়ে দেওয়াও হতে পারে ইস্টবেঙ্গল, মহামেডানের ম্যাচ।

তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান
East Bengal: বাগানের আক্রমণ ঠেকাতে জোড়া বিদেশি সই করালো ইস্টবেঙ্গল
তিন প্রধান - মহা মেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান
FIFA Women's World Cup 23: জাম্বিয়ার কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ! তদন্ত শুরু ফিফার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in