CFL 22: এরিয়ানের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র, কলকাতা লিগে এখনও জয় অধরা ইস্টবেঙ্গলের

লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই অমরনাথ বাস্কের গোলে সমতা ফেরায় এরিয়ান। রক্ষণভাগের কঙ্কালসার অবস্থা এই ম্যাচেও ফুটে ওঠে লাল হলুদ ব্রিগেডে।
ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচের দৃশ্য
ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচের দৃশ্যছবি - ইস্টবেঙ্গল ক্লাবের ট্যুইটার হ্যান্ডেল
Published on

কলকাতা লিগে দুটি ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখতে পেলো না ইস্টবেঙ্গল। খিদিরপুরের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করার পর শনিবার এরিয়ানের বিপক্ষে এগিয়ে থেকেও ড্র করে মাঠ ছাড়তে হলো লাল হলুদ বাহিনীকে।

পুজোর আগে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায় এই ম্যাচ। শনিবার নৈহাটি স্টেডিয়ামে সেই পরিত্যক্ত ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হয়। লাল হলুদদের জয় দেখতে যাওয়া সমর্থকদের ফিরতে হলো হতাশ হয়েই। জয়ের যেনো কোনো প্রচেষ্টাই ছিল না। ছন্নছাড়া ফুটবল খেলে মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল। আজকের ম্যাচে পয়েন্ট খোয়ানোয় কলকাতা লিগের চ্যাম্পিয়নশীপের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে তারা।

আইএসএলে ইস্টবেঙ্গলের দায়িত্বে রয়েছেন স্টিফেন কনস্টানটাইন। তবে তাঁর অধীনে চলতি মরশুমে দু'ম্যাচ খেলে দুটোতেই হারের মুখ দেখেছে দল। কলকাতা লিগে অবশ্য লাল হলুদদের দায়িত্বে রয়েছেন কেরালাকে সন্তোষ ট্রফি এনে দেওয়া কোচ বিনু জর্জ। কিন্তু তাঁর অধীনেও কোণঠাসা দল।

শনিবার এরিয়ানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। কেরালার সন্তোষ ট্রফি জয়ী দলের ফুটবলার জেসিন টিকে গোল করে এগিয়ে দেন লাল হলুদকে। তবে লিড বেশিক্ষণ ধরে রাখা যায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই অমরনাথ বাস্কের গোলে সমতা ফেরায় এরিয়ান। রক্ষণভাগের কঙ্কালসার অবস্থা এই ম্যাচেও ফুটে ওঠে লাল হলুদ ব্রিগেডে।

গোল হজম করার পর আর কোনোরকম জয়ের জন্য লড়াই দেখা গেলো না ইস্টবেঙ্গলের। আক্রমণ করতে যেনো ভুলেই যায় তারা। যা দেখে রীতিমত হতাশ সমর্থকরা।

ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচের দৃশ্য
Neymar: বিশ্বকাপের আগে বিপাকে নেইমার, দুর্নীতির দায়ে জেল হতে পারে ব্রাজিলিয়ান তারকার
ইস্টবেঙ্গল বনাম এরিয়ান ম্যাচের দৃশ্য
Women's Asia Cup 2022: ৬৯ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড সপ্তম বার এশিয়া কাপ জয় ভারতের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in