বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, দেখে নিন তালিকা

শীঘ্রই আইসিসি অনলাইনে টিকিট ছাড়বে। অফলাইন টিকিটেরও ব্যবস্থা থাকছে।বিশ্বকাপের ম্যাচ আয়োজনে বিশেষ কমিটি গড়া হবে।
বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, দেখে নিন তালিকা
ফাইল চিত্র

আগামী অক্টোবর মাসে ভারতে শুরু ক্রিকেট বিশ্বকাপ। ইডেন গার্ডেন্স পেয়েছে সেমিফাইনাল সহ পাঁচটি ম্যাচ। সেই ম্যাচগুলোর টিকিটের দাম ঠিক করলো সিএবি।

২৮ অক্টোবর বাংলাদেশ ও নেদারল্যান্ডসের ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে সমস্ত আপার টিয়ারের জন্য ৬৫০ টাকা, ডি ও এইচ ব্লকের জন্য ১০০০ টাকা এবং বি, সি, কে ও এল ব্লকের জন্য ১৫০০ টাকা।

ইংল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচগুলির জন্য টিকিটের দাম: আপার টিয়ারের জন্য ৮০০ টাকা, ডি ও এইচ ব্লকের জন্য ১২০০ টাকা, সি ও কে ব্লকের জন্য ২০০০ টাকা এবং বি ও এল ব্লকের জন্য ২২০০ টাকা। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ভারতের ম্যাচ ও সেমিফাইনালের আপার টিয়ারের টিকিটের দাম ৯০০ টাকা। ডি ও এইচ ব্লকের টিকিটের দাম ১৫০০ টাকা। সি ও কে ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। বি ও এল ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ৩ হাজার টাকা।

শীঘ্রই আইসিসি অনলাইনে টিকিট ছাড়বে। অফলাইন টিকিটেরও ব্যবস্থা থাকছে।বিশ্বকাপের ম্যাচ আয়োজনে বিশেষ কমিটি গড়া হবে। যার নেতৃত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়’কে চাইছিল সিএবি। কিন্তু সৌরভ হয়তো সরাসরি কোনও কমিটিতে থাকবেন না। ঘনিষ্ঠ মহলে এমনই ইঙ্গিত দিয়েছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল, ১৯৯৬ বিশ্বকাপের উদ্বোধন ও সেমিফাইনাল, ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল ক্রিকেটের নন্দনকানন কলকাতার ইডেন গার্ডেন্সে।

২০২৩ সালের বিশ্বকাপের কোন কোন ম্যাচ পেল ইডেন গার্ডেন্স?

১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)।

২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)।

৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)।

৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।

৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, দেখে নিন তালিকা
প্রথমে দেশ, এশিয়ান কাপের জন্য ইউরোপে খেলার প্রস্তাব ফেরালেন গুরপ্রীত!
বিশ্বকাপে ইডেনে টিকিটের দাম ঘোষণা সিএবির, দেখে নিন তালিকা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল থেকে শিক্ষা নেওয়া উচিত - গাভাসকারের নিশানায় সিনিয়ররা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in