বায়ার্ন মিউনিখ
বায়ার্ন মিউনিখছবি বায়ার্ন মিউনিখের ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Bundesliga: জিনাব্রির হ্যাটট্রিক, লেভনডস্কির জোড়া গোল, স্টুটগার্টকে ৫-০ গোলে হারালো বায়ার্ন

স্টুটগার্টের ঘরের মাঠে দুরন্ত হ্যাটট্রিক করেছেন সার্জ জিনাব্রি। জোড়া গোল করেছেন রবার্ট লেভনডস্কি। জিনাব্রি-লেভনডস্কির নৈপুণ্যে স্টুটগার্টকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মান জায়ান্টরা।

স্টুটগার্টকে ৫-০ গোলে হারিয়ে বুন্দেশলিগায় শীর্ষস্থান আরও মজবুত করলো বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের ঘরের মাঠে দুরন্ত হ্যাটট্রিক করেছেন সার্জ জিনাব্রি। জোড়া গোল করেছেন রবার্ট লেভনডস্কি। জিনাব্রি-লেভনডস্কির নৈপুণ্যে স্টুটগার্টকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মান জায়ান্টরা।

এদিন প্রথমার্ধের ৪০ মিনিটে লেরয় সানের পাস থেকে গোল করে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড সার্জ জিনাব্রি। প্রথমার্ধে এই একটি মাত্র গোলই আসে বাভেরিয়ানদের। লেভনডস্কিরা গোল উৎসবে মাতেন ম্যাচের দ্বিতীয়ার্ধে।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে টমাস মূলারের পাস থেকে বায়ার্নের হয়ে এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন জিনাব্রি। ম্যাচের ৬৯ থেকে ৭৪ মিনিটের মধ্যে গোলের ঝড় তোলে বাভেরিয়ানরা। এই পাঁচ মিনিটেই স্টুটগার্টের জালে তিনটি গোল জড়িয়ে দেন তারা। ৬৯ মিনিটে এবং ৭২ মিনিটে জিনাব্রির ক্রস থেকে জোড়া গোল করেন রবার্ট লেভনডস্কি। ৭৪ মিনিটে নিজ দক্ষতায় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জিনাব্রি এবং বায়ার্ন ৫-০ গোলে বড় জয় অর্জন করে।

চলতি বুন্দেশলিগায় ১৬ ম্যাচের মধ্যে ১৩টি জিতে ৪০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষে বায়ার্ন মিউনিখ। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বুরুশিয়া ডর্টমুন্ড। ২৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বায়ার লেভারকুসেন এবং ২৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে হফ্যেনহেইম।

বায়ার্ন মিউনিখ
EPL: রোনাল্ডোদের ক্লাবে করোনার থাবা, স্থগিত ব্রেন্টফোর্ড-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in