

ওমিক্রনের সংক্রমণ বাড়ছে ব্রিটেনেও। যার প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। একের পর এক কোভিড আক্রান্ত হচ্ছেন প্রিমিয়ার লীগের ফুটবলাররা। ম্যানচেস্টার ইউনাইটেডের বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছেন। তাই মঙ্গলবার রাতে ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে প্রিমিয়ার লীগ কর্তৃপক্ষ। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো রেড ডেভিলদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে।
সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, "চিকিৎসা উপদেষ্টাদের নির্দেশনার ভিত্তিতে প্রিমিয়ার লীগ বোর্ড ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।"
নরউইচের বিপক্ষে ম্যাচ খেলার পর শনিবার সকল সদস্যের করোনা রিপোর্ট নেগেটিভ এলেও রবিবার ল্যাটেরাল টেস্টে একাধিক খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের রিপোর্ট পজেটিভ আসে। সঙ্গে সঙ্গেই পজিটিভ ব্যক্তিদের ইউনাইটেডের অনুশীলন থেকে বাড়ি পাঠানো হয়।পাশাপাশি ইউনাইটেডের ট্রেনিং কমপ্লেক্স ক্যারিংটন, সোমবার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়, যাতে করোনার প্রভাব ও বিস্তার আটকানো যায়।
রেড ডেভিলদের পরবর্তী প্রিমিয়ার লীগ ম্যাচ রয়েছে ১৮ ডিসেম্বর অর্থাৎ আগামী শনিবার। এই ম্যাচটিও রোনাল্ডোদের হোম ম্যাচ। ওল্ড ট্র্যাফোর্ডে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কিনা সে বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি প্রিমিয়ার লীগের পক্ষ থেকে। মঙ্গলবার ব্রেন্টফোর্ড বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটিই কেবলমাত্র স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন