Border Gavaskar Trophy: অ্যাডিলেড টেস্টে নেই হেজেলউড! প্রথম টেস্ট হারের পর আরও চাপে অস্ট্রেলিয়া

People's Reporter: জানা যাচ্ছে প্রথম টেস্টে বল করার সময় বাম দিকে চোট পান। সেই কারণেই দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।
জস হেজেলউড
জস হেজেলউডছবি - আইসিসির ফেসবুক পেজ
Published on

বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের আগে খারাপ খবর অজি শিবিরে। চোটের কারণে অ্যাডিলেড টেস্টে পাওয়া যাবে না জস হেজেলউডকে। তাঁর পরিবর্ত হিসেবে তরুণ পেসারদের দলে যুক্ত করা হয়েছে।

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডের দিন-রাতের টেস্ট শুরু হবে। গোলাপি বলে হবে টেস্ট। প্রথম টেস্ট হেরে এমনিতেই চাপে রয়েছে অস্ট্রেলিয়া। তার উপর পরের টেস্টে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হেজেলউডকে না পাওয়ায় বেশ চাপে থাকবে অজিরা। তারকা পেসারের পরিবর্তে দলে ডেকে নেওয়া হয়েছে দুই তরুণ বোলারকে।

জানা যাচ্ছে প্রথম টেস্টে বল করার সময় বাম দিকে চোট পান হেজেলউড। সেই কারণেই দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না। শন অ্যাবট এবং বেন্ডন ডগেটকে কভার হিসেবে দলে যুক্ত করা হয়েছে।

প্রথম টেস্টে দুরন্ত ছন্দে ছিলেন জস হেজেলউড। প্রথম ইনিংসে ১৩ ওভার বল করে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন। তাঁর শিকারের তালিকায় ছিলেন দেবদত্ত পাড়িক্কাল, বিরাট কোহলি, হর্ষিত রানা এবং জসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসেও ভালো বল করেছিলেন। ২১ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে তাঁর না থাকাটা অজি শিবিরে বেশ চিন্তার কারণ।

উল্লেখ্য, ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর, চতুর্থ টেস্ট ২৬ ডিসেম্বর এবং পঞ্চম তথা সিরিজের শেষ টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি থেকে।

জস হেজেলউড
FIFA Rankings: ফিফা ক্রম তালিকায় আরও দু'ধাপ নামলো ভারত! শীর্ষ স্থানে আর্জেন্টিনাই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in