Adelaide International: অ্যাডিলেড ইন্টারন্যাশনালের ফাইনালে বোপান্না-রামানাথান জুটি

অ্যাডিলেড ইন্টারন্যাশনালের সেমিফাইনালে প্রতিপক্ষ বসনিয়ান-মেক্সিকান জুটিকে কার্যত দাঁড়াতেই দেয়নি প্রথমবার জুটি বাঁধা দুই ভারতীয়। ম্যাচের ফলাফল বোপান্না-রামানাথনের পক্ষে ৬-২ ও ৬-৪।
রোহন বোপান্না এবং রামকুমার রামানাথান
রোহন বোপান্না এবং রামকুমার রামানাথানফাইল ছবি সংগৃহীত

অ্যাডিলেড ইন্টারন্যাশনালের ফাইনালে প্রবেশ করলেন রোহন বোপান্না এবং রামকুমার রামানাথান জুটি। অস্ট্রেলিয়ান ওপেনের আগে প্রথমবার জুটি বেঁধে দাপট দেখালেন দুই ভারতীয়। শনিবার এটিপি ২৫০ ইভেন্টে টুর্নামেন্টের চতুর্থ বাছাই স্যান্টিয়াগো গঞ্জালেজ ও টমিস্লাভ বারকিচ জুটিকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন অবাছাই ভারতীয় জুটি।

অ্যাডিলেড ইন্টারন্যাশনালের সেমিফাইনালে প্রতিপক্ষ বসনিয়ান-মেক্সিকান জুটিকে কার্যত দাঁড়াতেই দেয়নি প্রথমবার জুটি বাঁধা দুই ভারতীয়। ম্যাচের ফলাফল বোপান্না-রামানাথনের পক্ষে ৬-২ ও ৬-৪।

ফাইনালে ভারতীয় জুটি মুখোমুখি হবেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ক্রোয়েশিয়ার ইভান ডডিগ এবং ব্রাজিলিয়ান মার্সেলো মেলোর বিপক্ষে। এই ম্যাচের অন্যতম আকর্ষণ হলো রোহন বোপান্না ও ইভান ডডিগ। তার কারণ অনেকবারই বোপান্নার সাথে জুটি বেঁধে কোর্টে নেমেছেন ক্রোয়েট তারকা ইভান ডডিগ।সবচেয়ে সাম্প্রতিকটি হলো সেপ্টেম্বরের ইউএস ওপেন। তবে ওই টুর্নামেন্টে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয় ডডিচ-বোপান্নাকে।

সেমিফাইনালে নামার আগে কোয়ার্টার ফাইনালেও দাপট দেখিয়েছিলেন ভারতীয় জুটি। একতরফা ম্যাচে বেঞ্জামিন বেঞ্জি ও হুগো নিস জুটিকে ৬-১, ৬-৩ ব্যবধানে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন।

১৭ জানুয়ারি থেকে মেলবোর্নে পর্দা উঠছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের। এই মেজর টুর্নামেন্টের আগে টিউন আপ ম্যাচে বোপান্না ও রামানাথান জুটির এই ফর্ম অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে বলে অনুমান করা হচ্ছে।

রোহন বোপান্না এবং রামকুমার রামানাথান
ISL: সবুজ-মেরুন শিবিরে করোনা হানা, পিছিয়ে গেল ওড়িশা এফসি বনাম এটিকে মোহনবাগানের ম্যাচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in