Durand Cup: ইন্ডিয়ান এয়ার ফোর্সের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ ব্যাঙ্গালুরু এফসির

ব্যাঙ্গালুরু এফসি একটি বিবৃতিতে জানিয়েছে, "মঙ্গলবার বিকেলে আমাদের এক ফুটবলারকে বিপক্ষের তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি"।
ব্যাঙ্গালুরু এফসি
ব্যাঙ্গালুরু এফসিছবি ব্যাঙ্গালুরু এফসির ট্যুইটার হ্যান্ডেল
Published on

বর্ণবিদ্বেষের ছায়া এবার ভারতীয় ফুটবলে। ডুরান্ড কাপে ব্যাঙ্গালুরু এফসি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের ম্যাচে বায়ুসেনার এক ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ এনেছে ব্যাঙ্গালুরু এফসি। মঙ্গলবার কলকাতার কিশোরভারতী স্টেডিয়ামে এই ঘটনাটি ঘটে। আইএসএলের ক্লাব ব্যাঙ্গালুরু এফসি ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেছে।

ব্যাঙ্গালুরু এফসি একটি বিবৃতিতে জানিয়েছে, "মঙ্গলবার বিকেলে আমাদের এক ফুটবলারকে বিপক্ষের তরফে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের বার্তা খুব স্পষ্ট- এখানে ভেদাভেদের কোনও জায়গা নেই। ফুটবল সবার জন্য।"

ব্যাঙ্গালুরু এফসি ডুরান্ড কাপে তাদের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। মঙ্গলবার ইন্ডিয়ান এয়ার ফোর্সকে ৪-০ গোলে হারিয়ে জয় তুলে নিয়েছেন সুনীল ছেত্রীরা। আইএসএলের প্রাক্তন লীগ জয়ীদের হয়ে এই ম্যাচে একটি করে গোল করেছেন রয় কৃষ্ণা, সুনীল ছেত্রী, ফয়সাল আলি এবং শিবা শক্তি।

খেলার শুরুতেই এই ম্যাচে ৯ মিনিটের মাথায় ব্যাঙ্গালুরুকে এগিয়ে দেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণা। ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সুনীল ছেত্রী। প্রথমার্ধে এই লীড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে ফয়সালের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা ইনজুরি সময়ে শেষ গোলটি করেন শিবা শক্তি।

ব্যাঙ্গালুরু এফসি
AIFF: নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে লিখিত অনুরোধ জানালো এআইএফএফ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in