AIFF: নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে লিখিত অনুরোধ জানালো এআইএফএফ

ভারতীয় ফুটবল থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে লিখিত অনুরোধ জানালো AIFF। ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর ফিফা সেক্রেটারি জেনেরাল ফাতমা সামোরাকে 'সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ' জানিয়ে চিঠি লিখেছেন।
নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে লিখিত অনুরোধ জানালো AIFF
নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে লিখিত অনুরোধ জানালো AIFFফাইল ছবি

সোমবার কেন্দ্রীয় সরকারের অনুরোধে প্রশাসকদের কমিটিকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ঘোষণা করা হয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনের দিনক্ষণ। এবার ভারতীয় ফুটবল থেকে নির্বাসন তুলে নেওয়ার জন্য ফিফাকে লিখিত অনুরোধ জানালো এআইএফএফ। ভারপ্রাপ্ত সচিব সুনন্দ ধর ফিফা সেক্রেটারি জেনেরাল ফাতমা সামোরাকে 'সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ' জানিয়ে চিঠি লিখেছেন।

সুনন্দ ধর চিঠিতে লিখেছেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্ট প্রশাসকদের কমিটিকে বাতিল করেছে। ভারতীয় ফুটবলের যাবতীয় নিয়ন্ত্রণ এখন এআইএফএফের কাছে। ফিফার কাছে, বিশেষ করে ফিফা ব্যুরো কাছে অনুরোধ, এআইএফএফকে নির্বাসনের বিষয়টি বিবেচনা করে দেখা হোক।"

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই ১৫ আগস্ট ভারতের ফুটবল ফেডারেশনকে নির্বাসিত করে ফিফা। ৮৫ বছরের ইতিহাসে এই প্রথমবার অন্ধকার নেমে আসে ভারতের ফুটবলে। ভারত থেকে মহিলাদের অনুর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। এই পরিস্থিতিতে দ্রুত ফিফার শর্তগুলো পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এআইএফএফ।

পরিস্থিতি বর্তমানে অনেকটাই অনুকূলে এসেছে। সুপ্রিম কোর্ট প্রশাসকদের কমিটিকে বাতিল করেছে। আগামী ২ সেপ্টেম্বর হচ্ছে এআইএফএফ-এর নির্বাচন। তাই এবার ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছে ফেডারেশন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই ফিফার তরফ থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আশা করা হচ্ছে।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in