বেঙ্গল প্রো টি-২০ লিগের সূচিতে বদল!

People's Reporter: ১১ জুন থেকে ইডেনে হবে ছেলেদের ম্যাচগুলো। ১২ জুন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খেলবে মেয়েরা।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ছবি - সংগৃহীত

বেঙ্গল প্রো টি২০ লিগের সূচিতে বদল। ১২ জুনের জায়গায় ১১ জুন শুরু হবে এই টুর্নামেন্ট। আর মেয়েদের খেলা শুরু ১২ জুন। টুর্নামেন্ট চলবে ২৮ জুন অবধি।

১১ জুন থেকে ইডেনে হবে ছেলেদের ম্যাচগুলো। ১২ জুন থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে খেলবে মেয়েরা। টুর্নামেন্টের সূচি ক'দিনের মধ্যে জানা যাবে।

সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানান, "বিসিসিআইয়ের গাইডলাইন অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত এইধরনের কোনও টুর্নামেন্ট আয়োজন করা যাবে না। তাই জুন ছাড়া আমাদের কাছে কোনও বিকল্প ছিল না।"

লিগ এবং নক আউট ফরম্যাটে খেলা হবে। ছেলে এবং মেয়েদের বিভাগে মোট ৩১টি করে ম্যাচ খেলা হবে। উভয় দলেই কোনও বিদেশি খেলানো যাবে না। প্রথম একাদশে একজন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখা বাধ্যতামূলক। বাংলার ক্রিকেটার এবং কোচ অগ্রাধিকার পাবে। কোনও বিদেশি কোচ নেওয়া যাবে না। কোনও দল চাইলে বিদেশি মেন্টর নিতে পারে। ১০ বছরের জন্য এক একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করবে সিএবি।

সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
IPL 2024: আইপিএল-র ইতিহাসে লজ্জার রেকর্ড মোহিত শর্মার!
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়
IPL 2024: আইপিএলের রাতে কলকাতায় স্পেশাল ট্রেন পূর্ব রেলের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in