Santosh Trophy: সন্তোষ ট্রফির কঠিন গ্রুপে বাংলা!

People's Reporter: আগামী সপ্তাহে হায়দরাবাদ রওনা দেবে সঞ্জয় সেনের ছেলেরা। দলকে সবরকম সাহায্যর আশ্বাস দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি - আইএফএ-র ফেসবুক পেজ
Published on

সন্তোষ ট্রফির মূল পর্বে কঠিন গ্রুপে বাংলা। আগামী ১৪ থেকে ৩১ ডিসেম্বর হবে সন্তোষ ট্রফির মূল পর্ব। বাংলার গ্রুপে রয়েছে জম্মু কাশ্মীর, তেলেঙ্গানা, মণিপুর এবং রাজস্থানের মতো শক্তিশালী দল।

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে বাংলার ম্যাচ ১৪ ডিসেম্বর, তেলঙ্গানার বিরুদ্ধে ১৬ ডিসেম্বর, রাজস্থানের বিরুদ্ধে ১৮ ডিসেম্বর এবং মণিপুরের বিরুদ্ধে ২১ ডিসেম্বর। মোট ১২টি দল খেলবে। বাছাই পর্বের ৯ গ্রুপের সেরার সঙ্গে আছে গতবারের দুই ফাইনালিস্ট সার্ভিসেস ও গোয়া। সাথে আয়োজক রাজ্য তেলাঙ্গানা।

দুটি গ্রুপের ৬টি টিমের মধ্যে প্রথম চারটি করে টিম কোয়ার্টার ফাইনাল খেলবে। তারপরে সেমিফাইনাল। ফাইনালে ওঠা টিমকে মোট ৮ ম্যাচ খেলতে হবে।

এবারে বহুদিন পরে সন্তোষ ট্রফি হচ্ছে হায়দরাবাদে। ২০১৬-১৭ মরসুমের পরে আর সন্তোষ ট্রফি পায়নি বাংলা। এবারে সঞ্জয় সেনের কোচিংয়ে ট্রফি পেতে মরিয়া টিম বেঙ্গল। সঞ্জয় সেন জানান, 'আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। নিজেদের কাজটা করে যেতে হবে। দল একটা ছন্দতে আছে। সব ম্যাচই আমাদের জিততে হবে। সেই ভেবেই আমরা মাঠে নামবো।'

আগামী সপ্তাহে হায়দরাবাদ রওনা দেবে সঞ্জয় সেনের ছেলেরা। দলকে সবরকম সাহায্যর আশ্বাস দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in