Santosh Trophy: হায়দরাবাদে হবে সন্তোষ ট্রফি, সহজ গ্রুপে বাংলা!

People's Reporter: বাংলা শেষবার ২০১৭ সালে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়। কোচ ছিলেন মৃদুল ব্যানার্জি। এরপর ২ বার ফাইনালে উঠলেও ট্রফি আসেনি।
সন্তোষ ট্রফি
সন্তোষ ট্রফিফাইল চিত্র - সংগৃহীত
Published on

নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে সন্তোষ ট্রফি। ডিসেম্বরের প্রথম সপ্তাহে টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড হবে বলে জানা গিয়েছে। ন'টি গ্রুপের সেরা দল এবং গত বারের ফাইনালিস্ট সার্ভিসেস ও গোয়াকে নিয়ে হবে এবারের টুর্নামেন্ট। সন্তোষ ট্রফিতে তুলনামূলক সহজ গ্রুপেই রয়েছে বাংলা।

গ্রুপ পর্বের খেলা হবে নভেম্বরে। জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ফাইনাল রাউন্ডের ম্যাচ হবে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। বাংলার গ্রুপে উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহার রয়েছে। অর্থাৎ তুলনামূলক সহজ গ্রুপ।

বাংলা শেষবার ২০১৭ সালে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়। কোচ ছিলেন মৃদুল ব্যানার্জি। এরপর ২ বার ফাইনালে উঠলেও ট্রফি আসেনি। গতবার বাংলা কোয়ালিফাই করতে পারেনি মূলপর্বে। তবে এবারে আইলিগ জয়ী সঞ্জয় সেনকে কোচ করে ভালো ফলাফলের স্বপ্ন দেখছে বাংলা দল।

সঞ্জয়ের সহকারী হিসেবে রয়েছেন গোলকিপার কোচ অর্পণ দে। ফিজিও ভাস্কর সেনগুপ্ত। এছাড়া রয়েছেন সহকারী সৌরীন দত্ত। ১৩ অথবা ১৪ অক্টোবর বাংলা দলের ক্যাম্প শুরু রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। সেখান থেকে বাছাই করা সেরা খেলোয়াড়রা সুযোগ পাবেন বাংলা দলে।

সন্তোষ ট্রফি
'সময় দিতে হবে, সরিয়ে দিতে তো ১ সেকেন্ড লাগে' - মোলিনার পাশে বাগানের আই লিগ জয়ী কোচ

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in