স্বপ্নের উড়ান সোনালীর! অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপে ভারতীয় দলে জায়গা বাংলার মেয়ের

ধাত্রীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। বৃহস্পতিবার ভারতের প্রথম ম্যাচ রয়েছে ভুটানের বিরুদ্ধে। এই ম্যাচেই বল পায়ে দেখা যেতে পারে বঙ্গ তনয়াকে।
সোনালী সোরেন (ডানদিকে)
সোনালী সোরেন (ডানদিকে)ছবি - সংগৃহীত

বাংলার নাম উজ্জ্বল করলেন বর্ধমানের কালনার ধাত্রীগ্রামের মেয়ে সোনালী সোরেন। বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা আসন্ন অনুর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপে ভারতীয় দলে জায়গা পেলেন সোনালী। এই খবর সামনে আসার পরেই আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে পুরো বাধাগাছি গ্রাম। উৎসবের মেজাজ কার্যত সেখানে।

ধাত্রীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্রী রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। বৃহস্পতিবার ভারতের প্রথম ম্যাচ রয়েছে ভুটানের বিরুদ্ধে। এই ম্যাচেই বল পায়ে দেখা যেতে পারে বঙ্গ তনয়াকে।

ছোটবেলা থেকেই অভাবকে নিত্য সঙ্গী করে বড় হয়ে ওঠা সোনালীর। বাবা হরি সোরেন চাষ-বাস করে কোনোরকমে সংসার চালান। তবে ছোটো থেকেই ফুটবলার হওয়ায় স্বপ্ন দেখা সোনালীর অনুশীলনের পথে অভাবকে বাধা হয়ে দাঁড়াতে দেননি মা-বাবা। সাফ চ্যাম্পিয়নশীপে মেয়ে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর সোনালীর বাবা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোচের প্রতি।

আটঘড়িয়া, কেশবপুর এবং কালনা স্টেডিয়ামের মাঠে অনুশীলন করতেন সোনালী। এরপর সুযোগ পান বাংলা দলে। মাস দু’য়েক আগে ভারতীয় দলের হয়ে খেলার জন্য যে ট্রায়ালে হয় সেখানে ডাক পেলেও সেবার সফল হতে পারেননি সোনালী। তবুও হতাশ হননি। কোচ রঘুনাথ মুর্মু ও মুকুল দেবনাথের কাছে নিয়মিত প্র্যাকটিস চালিয়ে যান সোনালি। অদম্য জেদ আর কঠোর অনুশীলনে শেষপর্যন্ত সাফল্য আসে।

উল্লেখ্য, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন

আসানসোলের সালানপুরের মনবহাল রয়েল বেঙ্গল চ্যালেঞ্জার্স ফুটবল ক্যাম্পের ফুটবল খেলোয়াড় তানিয়া কান্তিও। মিডফিল্ডার হিসেবে খেলবেন তানিয়া।

সোনালী সোরেন (ডানদিকে)
মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বিশ্বকাপজয়ী ফরাসি তারকার!

GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in