IFA: ভারতীয় ফুটবলের সোনার দিন ফেরাতে মেলবন্ধন বাংলা ও গোয়ার!

People's Reporter: বৈঠকে ফুটবলের সামগ্রিক উন্নয়ন-র লক্ষ্যে দুই সংস্থা এক যোগে কিভাবে কাজ করতে পারে সেই নিয়ে তার রূপরেখা তৈরি হয়।
গোয়া ও বাংলার মেলবন্ধন
গোয়া ও বাংলার মেলবন্ধনছবি - সংগৃহীত

ভারতীয় ফুটবলের দুই চিরকালীন স্তম্ভ বাংলা ও গোয়া ফুটবল সংস্থা নিজেদের মধ্যে মেলবন্ধনে উদ্যোগী হল। আইএফএ অফিসে গোয়া ফুটবল সংস্থার সভাপতি ডঃ কাইতানো জোস ফার্নান্ডেজ, সংস্থার সহ সভাপতি অ্যান্টোনি প্যাঙ্গো ও কার্যকরী কমিটির সদস্য কিস্তোদো ফার্নান্ডেজ এক বৈঠকে মিলিত হন আইএফএর শীর্ষ কর্তাদের সঙ্গে।

দুই রাজ্যের ফুটবল কর্তাদের এই বৈঠকে ফুটবলের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে দুই সংস্থা কিভাবে একযোগে কাজ করতে পারে তার রূপরেখা তৈরি হয়। আইএফএ-র পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি অজিত ব্যানার্জি, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার, সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব সুফল রঞ্জন গিরি, শুভাশিস সরকার এবং নজরুল ইসলাম।

গোয়া ফুটবল সংস্থার সভাপতি ডঃ কাইতানো ফার্নান্ডেজ এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত। বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি জানান, ভারতীয় ফুটবলের দুই প্রধান শক্তির মধ্যে এই আলোচনা খুবই সদর্থক হয়েছে। বয়স ভিত্তিক খেলোয়াড় আদান প্রদান, রেফারিং, প্রশিক্ষকদের মানোন্নয়ন, মহিলা ফুটবল এবং তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নের লক্ষ্যে দুই সংস্থা প্রয়াস নেবে।

তাঁর বিশ্বাস ভারতীয় ফুটবলের অগ্রণী দুটি রাজ্য সংস্থার এই মেলবন্ধন আগামী দিনে ভারতীয় ফুটবলে এক নতুন অধ্যায় রচনা করবে। যার প্রভাব জাতীয় দলেও পড়বে।

গোয়া ও বাংলার মেলবন্ধন
Ranji Trophy: রঞ্জির শেষ আট চূড়ান্ত, কবে থেকে শুরু কোয়ার্টার ফাইনাল?
গোয়া ও বাংলার মেলবন্ধন
Kylian Mbappe: অপেক্ষার অবসান, PSG ছেড়ে রিয়েল মাদ্রিদে এমবাপ্পে!

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in