South Africa vs Netherlands: ওমিক্রন-আতঙ্ক, মাঝপথেই স্থগিত নেদারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজ

তিন ম্যাচের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। এরপরই নেদারল্যান্ড দল দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে উড়ান সংক্রান্ত সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকাতেই আটকে যেতে হয় তাদের।
দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস
দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডসছবি সংগৃহীত
Published on

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। দক্ষিণ আফ্রিকায় মারণ ভাইরাসের এই নতুন প্রজাতির হদিশ মেলার পরেই কোনোরকম ঝুঁকি না নিয়ে স্থগিত রাখা হলো দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডসের তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তিন ম্যাচের ৫০ ওভারের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে যায়। বাকি দুটি ম্যাচ আপাতত স্থগিত রাখা হয়েছে। অদূর ভবিষ্যতে এই ম্যাচগুলি খেলা হবে বলে আশা প্রকাশ করেছে নেদারল্যান্ড ক্রিকেট সংস্থা।

শুক্রবার সেঞ্চুরিয়ানে প্রথম একদিনের ম্যাচে মাঠে নেমেছিলো দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ড। দক্ষিণ আফ্রিকা প্রথম দফায় ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ২৭৭ রান সংগ্রহ করেন প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে নেদারল্যান্ড ব্যাট করতে নেমে মাত্র দু ওভারই খেলতে পারে। বৃষ্টির ভ্রুকুটিতে বন্ধ হয়ে যায় খেলা।

প্রথম ম্যাচ খেলেই নেদারল্যান্ড দল দেশে ফেরার সিদ্ধান্ত নেয়। তবে উড়ান সংক্রান্ত সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকাতেই আটকে যেতে হয় তাদের। দক্ষিণ আফ্রিকাতে করোনার নতুন ভেরিয়েন্টের হদিশ মেলার পরেই বেশ কিছু দেশ দক্ষিণ আফ্রিকার সাথে উড়ান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সে কারণেই নেদারল্যান্ড টিমকে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হচ্ছে।

কমপক্ষে সাত দিনের আগে দক্ষিণ আফ্রিকা ছাড়তে পারবেন না ডাচ ক্রিকেটাররা। তাই সূচী মেনেই বাকি দুই ম্যাচ আয়োজন করা যায় কিনা, তার জন্য দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে মতামত চেয়েছিলো দুই দলের বোর্ড। শুক্রবার প্রোটিয়া বোর্ডের তরফ থেকে জানানো হয়েছিলো ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সিরিজের বাকি দুই ম্যাচের ভবিষ্যত জানানো হবে। শনিবার দুই বোর্ডের সম্মতিতে সিরিজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের তিনটি টেস্ট ম্যাচ, তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা। তবে তার আগেই দক্ষিণ আফ্রিকায় করোনা বিভ্রাটের জেরে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের নিশ্চয়তা ধোঁয়াশার মধ্যেই রইলো।

দক্ষিণ আফ্রিকা বনাম নেদারল্যান্ডস
Omicron: আতঙ্কের নাম ওমিক্রন, 'উদ্বেগজনক' ঘোষণা হু-র, জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in