Global T20 Namibia series: বিসিসিআই-র অসম্মতি, বাতিল বাংলার নামিবিয়া সফর

নামিবিয়া জাতীয় দল ও বাংলার পাশাপাশি অংশ নেওয়ার কথা ছিলো পিএসএলের লাহোর কান্দাহার্সের একটি প্রতিনিধি দল এবং দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া দলের।
গ্লোবাল টি-টোয়েন্টি নামিবিয়া টুর্নামেন্ট
গ্লোবাল টি-টোয়েন্টি নামিবিয়া টুর্নামেন্টছবি - ইনসাইড স্পোর্টস

গ্লোবাল টি-টোয়েন্টি নামিবিয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলা। মরশুম শুরুর আগে প্রস্তুতি সারতে দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়াতে উড়ে যাওয়ার কথা ছিল বাংলা দলের। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা নামিবিয়াও এই প্রতিযোগীতায় নিজেদের প্রস্তুতি সেরে নেওয়ার কথা ভেবেছে।

তবে বাংলা দলের বিদেশ সফরে অনুমতি দিলো না বিসিসিআই। যে কারণে বাতিল হয়ে গেলো বাংলা দলের নামিবিয়া সফর। বিসিসিআই-এর তরফ থেকে একটি চিঠির মাধ্যমে সিএবি-কে জানিয়ে দেওয়া হয়েছে নামিবিয়া সফরে যেতে পারবে না বাংলা। যার ফলে শাহবাজ আহমেদ, আকাশ দীপদের ওই প্রতিযোগীতায় অংশ নেওয়া আর হচ্ছে না।

জানা গিয়েছে, ভারতের ঘরোয়া দল গুলোকে বিদেশ সফরে অনুমতি দেয় না বিসিসিআই। যে কারণেই বাংলা দলকে নামিবিয়া সফরের জন্য ছাড়পত্র দিলো না ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

গ্লোবাল টি-টোয়েন্টি নামিবিয়া টুর্নামেন্টে নামিবিয়া জাতীয় দল ও বাংলার পাশাপাশি অংশ নেওয়ার কথা ছিলো পিএসএলের লাহোর কান্দাহার্সের একটি প্রতিনিধি দল এবং দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া দলের। বাংলা নাম প্রত্যাহার করায় এখন তিনটি দলের মধ্যেই এই প্রতিযোগীতা চলবে বলে খবর। যদিও সরকারীভাবে এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি নামিবিয়া ক্রিকেট বোর্ড।

গ্লোবাল টি-টোয়েন্টি নামিবিয়া টুর্নামেন্ট
অভিনন্দন জানিয়েও রূপোজয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সমালোচনায় সৌরভ গাঙ্গুলি

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in