
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের শরীরচর্চার জন্য কোটি কোটি টাকা খরচ করে জিমের সরঞ্জাম কিনে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি বিসিসিআই-র আর্থিক হিসেবের নথি প্রকাশ্যে এসেছে। তাতেই এই তথ্য মিলেছে।
বিসিসিআই সূত্রে খবর, দিল্লিতে সাংসদদের জন্য কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া বা সিসিআই রয়েছে। সেই ক্লাবে শরীরচর্চারও ব্যবস্থা রয়েছে। কিন্তু তাতে উপযুক্ত সরঞ্জামের অভাব ছিল। সেই জন্যই ২.২৫ কোটি টাকা খরচ করে শরীরচর্চার বিভিন্ন সরঞ্জাম কেনা হয়েছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানান, বোর্ডের বৈঠকে আর্থিক হিসেব নিয়ে আলোচনা হয়। সেখানেই ঠিক হয়েছিল সিসিআই-র পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হবে। এটা নতুন নয়। আগেও সিসিআইয়ে অর্থ প্রদান করা হয়েছিল। সিসিআই-র বিষয়টি সকলের সামনে তুলে ধরেছিলেন সচিব জয় শাহ।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক হয়। সেই বৈঠকেই অর্থ বরাদ্দের বিষয়টি গৃহীত হয়। ওই বৈঠকেই ছিলেন সিসিআই-র ক্রীড়াসচিব রাজীব শুক্লা। এই রাজীব শুক্লা আবার বোর্ডের সহ-সভাপতি তথা কংগ্রেস সাংসদ।
এই তথ্যের পাশাপাশি বোর্ডের বার্ষিক আয়করের হিসেবও প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে ২০২১-২২ অর্থবর্ষে ১১৫৯ কোটি টাকার আয়কর জমা করেছে। যা ২০২০-২১ অর্থবর্ষ থেকে ৩৭ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবর্ষে বিসিসিআই ৮৪৪.৯২ কোটি টাকা আয়কর জমা করেছিল। ২০১৯-২০ অর্থবর্ষে জমা করেছিল ৮৮২.২৯ কোটি টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ভারতীয় বোর্ড ৭,৬০৬ কোটি টাকা আয় করে। খরচ করে ৩,০৬৪ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে বোর্ডের আয় ছিল ৪,৭৩৫ কোটি টাকা। খরচ করেছিল ৩,০৮০ কোটি টাকা। এই পরিসংখ্যান রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন