
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে নামছে বাংলাদেশ। ভারতের কাছে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া শান্তরা। আজ কিউইদের বিরুদ্ধে হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে বাংলাদেশ। অন্যদিকে এই ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করতে চাইছেন কেন উইলিয়ামসনরা।
২০০০ সালের পর থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অধরা রয়েছে নিউজিল্যান্ডের। আর বাংলাদেশ এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারের পর বাংলাদেশের সামনে আজ নিউজিল্যান্ড। যারা ইতিমধ্যেই আয়োজক পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করেছে।
নিউজিল্যান্ড ১ ম্যাচ জিতে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র দ্বিতীয় স্থানে রয়েছে। রান রেট +১.২০০। বাংলাদেশ -০.৪০৮ রান রেট নিয়ে তৃতীয় স্থানে আছে। সেমিফাইনালে যাওয়ার জন্য নিউজিল্যান্ডের দরকার মাত্র ১টি জয়। তবে বাংলাদেশ যদি কিউইদের হারায় তাহলে ভারতের বিরুদ্ধে জিততেই হবে নিউজিল্যান্ডকে। সেক্ষেত্রে অবশ্য বাংলাদেশকেও পাকিস্তানকে হারাতে হবে।
বাংলাদেশের স্কোয়াড - নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, এমডি মাহমুদ উল্লাহ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা।
নিউজিল্যান্ডের স্কোয়াড - মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক ক্যাপম্যান, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়ং এবং জ্যাকব ডাফি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন