Badminton Asia Championships: দ্বিতীয় রাউন্ডে সাইনা, প্রথম রাউন্ডেই বিদায় নিলেন লক্ষ্য, প্রণীত

বেশ কয়েকটি চোট কাটিয়ে ফিরে আসা সাইনা ৫৪ মিনিটের গেমে তাঁর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সিম ইউ-জিনকে হারান। তিন সেটের ম্যাচে ইউ-জিনকে ২১-১৫, ১৭-২১, ২১-১৩ গেমে পরাজিত করেন তিনি।
সাইনা নেহওয়াল
সাইনা নেহওয়ালফাইল ছবি

বুধবার ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশীপে বড় ধাক্কা খেলো ভারতীয় শিবির। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন লক্ষ্য সেন, সাই প্রণীত। স্বস্তির খবর বলতে লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাইনা নেহওয়াল প্রথম রাউন্ডের ম্যাচে জয় তুলে নিয়েছেন।

বেশ কয়েকটি চোট কাটিয়ে ফিরে আসা সাইনা ৫৪ মিনিটের গেমে তাঁর দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ সিম ইউ-জিনকে হারান। তিন সেটের ম্যাচে ইউ-জিনকে ২১-১৫, ১৭-২১, ২১-১৩ গেমে পরাজিত করেন তিনি।

ভারতের এদিনের সবচেয়ে বড় হতাশার কারণ লক্ষ্য সেনের ছিটকে যাওয়া। বিশ্ব চ্যাম্পিয়নশীপে ব্রোঞ্জ জয়ী আলমোড়ার প্রতিভাবান শাটলার চীনের অবাছাই লি শি ফেং-এর কাছে পরাজিত হয়েছেন। টুর্নামেন্টের পঞ্চম বাছাই লক্ষ্যকে ৫৬ মিনিটের লড়াইয়ে ১২-২১, ২১-১০, ২১-১৯ ফলাফলে হারিয়ে বাজিমাৎ করেন চীনা শাটলার।

লক্ষ্যর পাশাপাশি ভারতের সাই প্রণীতও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। এদিন স্ট্রেট সেটে ইন্দোনেশিয়ার চতুর্থ বাছাই জোনাটান ক্রিস্টির কাছে ২১-১৭, ২১-১৩ ব্যবধানে হেরে যান বিশ্বের ১৯ নম্বর শাটলার প্রণীত।

সাইনা নেহওয়াল
WIMBLEDON: ভ্যাকসিন না নিয়েও উইম্বলডনে অংশ নিতে পারবেন জকোভিচ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in