
দুর্দান্ত লড়াই করলেন গ্রিক যোদ্ধা স্টেফানোস সিতিসিপাস। কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের অঘোষিত রাজা নোভাক জকোভিচের বিপক্ষে খেতাব জিততে পারলেন না। রড লেভার এরেনায় সিতিসিপাসকে স্ট্রেট সেটে হারিয়ে রেকর্ড দশম অস্ট্রেলিয়ান ওপেন জিতে নিলেন সার্বিয়ান মহাতারকা। সেইসঙ্গে পুরুষদের সিঙ্গলসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী তারকা হিসেবে জোকার স্পর্শ করলেন রাফায়েল নাদালকে।
২০২১ সালের ফরাসী ওপেনের ফাইনালে দুর্দান্ত লড়াই করেও হারতে হয়েছিল সিতিসিপাসকে। এবার গ্রিক তারকার সামনে সুযোগ ছিল মধুর বদলা নেওয়ার। লড়াইও করলেন সিতিসিপাস। কিন্তু প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পূর্ণ এবারও হলো না তৃতীয় বাছাই গ্রিক তারকার।
খেতাবি লড়াইয়ে জকোভিচের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৩, ৭-৬(৭-৪), ৭-৬(৭-৫)। ২ ঘন্টা ৫৬ মিনিট ধরে চলে দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই। প্রথম সেটে একতরফা ভাবে জোকার জিতলেও শেষ দুই সেটে কঠিন চ্যালেঞ্জ জানান সিতিসিপাস।
এই নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড টানা ২৮ টি ম্যাচ জিতলেন জকোভিচ। ২০০৮ সালে প্রথমবার বছরের প্রথম মেজর জিতেছিলেন জোকার। এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০, ২০২১ সালে এই খেতাব জেতেন। গতবছর করোনা টিকা না নেওয়ার জন্য অস্ট্রেলিয়া থেকে বিতাড়িত করা হয় তাঁকে। এবছর ফিরেই নিজের জাত চেনালেন। জিতলেন রেকর্ড দশম অস্ট্রেলিয়ান ওপেন।
GOOGLE NEWS-এ আমাদের ফলো করুন