Australian Open: মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় সানিয়া-রাজীব জুটির

মঙ্গলবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা-রাজীব রাম জুটি। এই মেলবোর্ন পার্কেই দুটি গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছিলেন সানিয়া। তবে এবার ফিরতে হচ্ছে খালি হাতেই।
সানিয়া-রাজীব জুটি
সানিয়া-রাজীব জুটিফাইল ছবি সংগৃহীত

চলতি অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের যাত্রা শেষ। মঙ্গলবার মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন সানিয়া মির্জা-রাজীব রাম জুটি। এই মেলবোর্ন পার্কেই দুটি গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতেছিলেন সানিয়া। তবে এবার ফিরতে হচ্ছে খালি হাতেই। প্রথম দুই ম্যাচে দাপট দেখালেও কোয়ার্টার ফাইনালে জয় অর্জন করতে পারলেন না ইন্ডিয়ান-আমেরিকান জুটি।

কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ান ওয়াইল্ড কার্ড জেইমি ফরলিস এবং জেসন কুব্লারের বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন সানিয়া-রাজীব জুটি। মার্গারেট কোর্ট এরিনাতে ১ ঘন্টা ৩১ মিনিটের লড়াইয়ের পর শেষ হাসি হাসেন অস্ট্রেলিয়ার ভূমিকন্যারাই। ম্যাচের ফলাফল জেইমি ফরলিস এবং জেসন কুব্লারের পক্ষে ৬-৪, ৭-৬(৭-৫)।

গত সপ্তাহেই ডাবলসে হারের পরেই সানিয়া জানিয়েছিলেন এটাই তাঁর শেষ মরশুম। ২০২২ মরশুমের পরেই টেনিস থেকে অবসর নেবেন ভারতের টেনিস সেনসেশন। কার্যত এটিই ছিলো সানিয়ার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। তাই এদিন ম্যাচের শেষে অস্ট্রেলিয়ান ওপেনের তরফ থেকেও তাঁকে ধন্যবাদ দিয়ে বিদায় জানানো হয়।

সানিয়া চান ট্রফি হাতে নিয়েই যেনো বিদায় নিতে পারেন। তিনি বলেন, "আমি মনে প্রাণে চাইছি এই মরশুমটা দারুণ ভাবে শেষ করতে। শরীর আর দিচ্ছে না। তাই ভীষণ ভাবে চেষ্টা করছি, ট্রফি হাতে যাতে কেরিয়ারটা শেষ করতে পারি। এখন সবে জানুয়ারি। সামনের দিকে কী হবে জানি না। তবে চেষ্টা করে যাবো।"

সানিয়া-রাজীব জুটি
ISL 2021-22: ওগবেচের জোড়া গোল, এসসি ইস্টবেঙ্গলকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান দখল হায়দরাবাদের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in