রাফায়েল নাদাল
রাফায়েল নাদালছবি Australian Open-এর ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে

Australian Open: হার না মানা লড়াই অসুস্থ নাদালের, ৫ সেট লড়ে সেমিফাইনালে 'স্প্যানিশ বুল'

ম্যাচ চলাকালীন পেটের সমস্যায় পড়েন তিনি। কোর্টের বাইরে বেরিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। কিছু ওষুধ খেয়ে ফের কোর্টে ফিরে এলেন এবং জিতে নিলেন ম্যাচ। তিনি 'স্প্যানিশ বুল' রাফায়েল নাদাল।

ম্যাচ চলাকালীন পেটের সমস্যায় পড়েন তিনি। কোর্টের বাইরে বেরিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। কিছু ওষুধ খেয়ে ফের কোর্টে ফিরে এলেন এবং জিতে নিলেন ম্যাচ। তিনি 'স্প্যানিশ বুল' রাফায়েল নাদাল। অসুস্থ শরীরেও যিনি থেমে যাননি। তাই ম্যাচ শেষে যুদ্ধ জয়ের তৃপ্তি তার চোখে মুখে ফুটে ওঠে। চলতি অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব থেকে আর দু ধাপ দূরে রয়েছেন নাদাল।

রড লাভের এরিনাতে এদিন নাদালের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের ১৪ নম্বর তারকা কানাডার দেনিস সাপোভালোভ। দুই পক্ষের মধ্যেই চলে হাড্ডা হাড্ডি লড়াই। মোট ৪ ঘন্টা ৭ মিনিট ধরে ম্যাচ চলে। পাঁচ সেটের লড়াইয়ে নাদালের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৪, ৬-৪, ৪-৬, ৩-৬, ৬-৩।

এই দীর্ঘ ম্যাচে জয়ের পর নাদাল জানান, "আমি বিধ্বস্ত। আজ এত পরিশ্রম করতে হয়েছে, এত গরম ছিলো, আমি এর জন্য তৈরি ছিলাম না।" শরীরের অসুস্থতা প্রসঙ্গে স্প্যানিশ মহাতারকা বলেন, "ম্যাচ চলাকালীন আমার পেটের মধ্যে সমস্যা হচ্ছিলো। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে বেশ কিছু ট্যাবলেট খেয়ে সুস্থতা অনুভব করি।"

সেমিফাইনালে রাফা মুখোমুখি হবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি এবং ফ্রান্সের জেইল মনফিলিসের মধ্যে বিজয়ী খেলোয়াড়ের সঙ্গে। জোকোভিচের অনুপস্থিতিতে 'স্প্যানিশ বুল' রাফায়েল নাদালকেই ধরা হচ্ছে টুর্নামেন্টের ফেভারিট। বছরের প্রথম মেজর জিতলেই জোকার, ফেডেরারকে পেছনে ফেলেবিশ্বের প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে একুশটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়বেন রাফা।

রাফায়েল নাদাল
Australian Open: মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় সানিয়া-রাজীব জুটির

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in