Shane Warne: মোটরবাইক দুর্ঘটনায় আহত অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন

ছেলে জ্যাকসনকে নিয়ে বাইক চালানোর সময় একটি মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান শেন ওয়ার্ন। প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়েন তিনি। কোমরে ও পায়ে বেশ আঘাত পেয়েছেন তিনি।
শেন ওয়ার্ন
শেন ওয়ার্নছবি সংগৃহীত

মোটরবাইক দুর্ঘটনায় আহত হয়েছেন অজি কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। ছেলে জ্যাকসনকে নিয়ে বাইক চালানোর সময় একটি মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। প্রায় ১৫ মিটার দূরে ছিটকে পড়েন ওয়ার্ন। কোমরে ও পায়ে বেশ আঘাত পেয়েছেন তিনি। শরীরের বেশ কিছু অংশে কেটেও গিয়েছে। তবে আঘাত খুব একটা গুরুতর নয়। নিজেই হাসপাতালে গিয়েছিলেন। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। ছেলে জ্যাকসনের কোনো আঘাত লাগেনি। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

ওয়ার্ন জানান, মোটরবাইকটি চালানোর পর তিনি তা ছাউনিতে রাখতে যান। ফ্যাক্টরির গেটের মধ্যে প্রবেশ করে একটি ঢালু জায়গায় মোড় ঘুরতে গিয়ে পড়ে যান তিনি। প্রথমে অজি কিংবদন্তী মনে করেছিলেন কোমর ও পায়ের হাড় হয়তো ভেঙে গিয়েছে। তবে চিকিৎসকেরা জানান আঘাত খুব গুরুতর নয়। কোনো হাড়ই ভাঙেনি। তবে বেশ কয়েকটি জায়গায় কেটে গিয়েছে।

দুই বছর ধরে বাইক চালান ওয়ার্ন। তবে নিয়মিত তা হয়না। এখনও শিক্ষানবিস লাইসেন্সের ওপরে উঠতে পারেননি। ছেলেকে সঙ্গে নিয়ে তাই বেকায়দায় পড়ে যান। এই দুর্ঘটনায় ছেলে জ্যাকসনের কোনো আঘাত আসেনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৫টি টেস্ট খেলেছেন ওয়ার্ন। ৭০৮টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৪টি আন্তর্জাতিক এক দিনের ম্যাচে নিয়েছেন ২৯৩টি উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে সর্বকালের সর্বোচ্চ উইকেট প্রাপক ওয়ার্ন বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে নিয়মিত পরিচিত মুখ। ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার আসন্ন অ্যাসেজ সিরিজে ওয়ার্নের ধারাভাষ্য দেওয়ার কথা রয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে ব্রিসবেনের গাব্বায় অনুষ্ঠিত হতে চলা এই টেস্ট সিরিজের আগে ওয়ার্ন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেই মনে করা হচ্ছে। তবে কিছুটা অনিশ্চয়তার মেঘও ঢাকা রয়েছে।

শেন ওয়ার্ন
South Africa vs Netherlands: ওমিক্রন-আতঙ্ক, মাঝপথেই স্থগিত নেদারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজ

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in