AUS vs SA: মেলবোর্নে ঐতিহাসিক ইনিংস, দ্বিতীয় অজি উইকেটকিপার হিসেবে নজির অ্যালেক্স ক্যারির

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান পেলেন অজি অ্যালেক্স ক্যারি। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে উইকেটকিপার হিসেবে শতরান করেছিলেন রড মার্শ।
অ্যালেক্স ক্যারি
অ্যালেক্স ক্যারিছবি - ICC-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয় ইনিংস। ১৩৩ তম ওভারে মার্কো জানসেনের দ্বিতীয় বলে তিন রান নিলেন অ্যালেক্স ক্যারি। মর্নি মরকেলের পাশে বসে ধারাভাষ্য দিতে থাকা মার্ক হওয়ার্ড বলছেন, "দ্য প্রাইড অফ সাউথ অস্ট্রেলিয়া... অ্যালেক্স ক্যারি ইজ এ সেঞ্চুরিয়ান ইন টেস্ট ক্রিকেট।" আপ্লুত হয়ে পড়লেন অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকার। মাঠের মধ্যে আবেগপ্রবণ হয়ে পড়লেন ক্যারিও। আর হবেন নাই বা কেনো। মেলবোর্নের ঐতিহাসিক গ্রাউন্ডে তিনি যে খেলে ফেলেছেন এক ঐতিহাসিক ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতরান পেলেন অজি উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ১৯৭৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বক্সিং ডে টেস্টে উইকেটকিপার হিসেবে শতরান করেছিলেন রড মার্শ। দ্বিতীয় অজি উইকেটকিপার হিসেবে এই বিরল নজির গড়লেন অ্যালেক্স ক্যারি। পাশাপাশি প্রায় এক দশক পর অজি উইকেটকিপার হিসেবে টেস্টে শতরানের নজির গড়লেন তিনি। ২০১৩-১৪ অ্যাশেজে অ্যাডিলেডে ১১৮ রান করা ব্র্যাড হ্যাডিনই ছিলেন শেষ উইকেটকিপার।

এদিন ১৪৯ বলে ১১১ রানের দুর্দান্ত ইনিংস খেলে মার্কো জানসেনের বলে ফিরে যান ক্যারি। তাঁর ইনিংস সাজানো রয়েছে ১৩ টি বাউন্ডারির মাধ্যমে।

ডেভিড ওয়ার্নারের দ্বিশতরান এবং ক্যারির সেঞ্চুরিতে ভর করে মেলবোর্নে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ১৮৯ রানে অল আউট করে অস্ট্রেলিয়া ৮ উইকেটের বিনিময়ে ৫৭৫ রান সংগ্রহ করেছে। তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ১৫ রানে এক উইকেট হারিয়ে ফেলেছে। ডিন এলগারকে রানের খাতা না খুলতে দিয়েই ড্রেসিংরুমে ফিরিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। এখনও ৩৭১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।

অ্যালেক্স ক্যারি
'কাতার বিশ্বকাপে রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছেন রোনাল্ডো'- বিস্ফোরক তুর্কি প্রেসিডেন্ট
অ্যালেক্স ক্যারি
IND VS SL: টি-টোয়েন্টির নেতা হার্দিক, সুযোগ পেলেন বাংলার মুকেশ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in