IND VS SL: টি-টোয়েন্টির নেতা হার্দিক, সুযোগ পেলেন বাংলার মুকেশ

সংক্ষিপ্ত ওভারের দুই সিরিজের কোনোটিতেই জায়গা পাননি ঋষভ পান্ত। একদিনের দলে উইকেটকিপার হিসেবে রয়েছেন লোকেশ রাহুল এবং ঈশান কিষাণ।
ভারত বনাম শ্রীলঙ্কা
ভারত বনাম শ্রীলঙ্কাছবি - BCCI-র ট্যুইটার হ্যান্ডেল

নতুন বছরের শুরুতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে হোম সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ৩ রা জানুয়ারি থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত চলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ। এই সিরিজের জন্য মঙ্গলবার রাতে দুই ফর্ম্যাটের দল ঘোষণা করেছে বিসিসিআই। ওডিআই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক রোহিত শর্মা। তবে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়ার হাতে। টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলদের বিশ্রাম দেওয়া হয়েছে। খুশির খবর হলো, টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বাংলার মুকেশ কুমার।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। সেই চোট কাটিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে রোহিত কামব্যাক করলেন। তবে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকছেন তিনি। ওডিআই সিরিজ খেলবেন ভারত অধিনায়ক।

সংক্ষিপ্ত ওভারের দুই সিরিজের কোনোটিতেই জায়গা পাননি ঋষভ পান্ত। একদিনের দলে উইকেটকিপার হিসেবে রয়েছেন লোকেশ রাহুল এবং ঈশান কিষাণ। টি-টোয়েন্টির দলে একমাত্র উইকেটকিপার ঈশান কিষাণ।

টি-টোয়েন্টি স্কোয়াড:

হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ঈশান কিষাণ(উইকেটকিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুবমন গিল, সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি, মুকেশ কুমার।

ওডিআই স্কোয়াড:

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।

ভারত বনাম শ্রীলঙ্কা
'কাতার বিশ্বকাপে রাজনৈতিক নিষেধাজ্ঞার শিকার হয়েছেন রোনাল্ডো'- বিস্ফোরক তুর্কি প্রেসিডেন্ট

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in