Asian Games: ভারতীয় ক্রিকেট দলকে এশিয়ান গেমসে অংশ নিতে চীনে পাঠাবে না BCCI

২০২২ সালে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের। পরবর্তীতে তা পিছিয়ে আনা হয় ২০২৩ সালে। চলতি বছরের ২৩ শে সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত এই আসর চলবে।
Asian Games: ভারতীয় ক্রিকেট দলকে এশিয়ান গেমসে অংশ নিতে চীনে পাঠাবে না BCCI
ফাইল চিত্র

আসন্ন এশিয়ান গেমসে অংশ নেবে না ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) থেকে ক্রমাগত অনুরোধ সত্ত্বেও, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ভারতীয় দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এশিয়াডে ক্রিকেটই একমাত্র খেলা যেখানে ভারত অংশ নিচ্ছে না। বাকি সমস্ত স্পোর্টসেই অংশ নিচ্ছে দেশ।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের শেফ দ্য মিশন ভুপিন্দর বাজওয়া জানিয়েছেন, "ওদের (বিসিসিআই) তরফে জানানো হয়েছে ওই সময়ে ওদের আগে থেকেই সূচী তৈরি ছিল। ফলে ওরা এশিয়ান গেমসে দল পাঠাতে পারবে না। আমরা ৩-৪টে ইমেল ওদেরকে করেছিলাম। তবে আয়োজকদের চূড়ান্ত অংশগ্রহণের বিষয় যখন জানানোর সময় এসেছিল তখন ওরা আমাদেরকে না করে দেয়।'

২০২২ সালে চীনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ান গেমসের। পরবর্তীতে তা পিছিয়ে আনা হয় ২০২৩ সালে। চলতি বছরের ২৩ শে সেপ্টেম্বর থেকে ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত এই আসর চলবে।

উল্লেখযোগ্য ব্যপার হলো, ভারত এশিয়ান গেমসে ক্রিকেট দল এই প্রথমবার পাঠাচ্ছে না, এমনটা নয়। ২০১০ এবং ২০১৪ সালে এশিয়ান গেমসে ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দুই গেমসের কোনোটিতেই বিসিসিআই দল পাঠায়নি।

হ্যাংঝুতে সেপ্টেম্বর - অক্টোবরে আসর বসছে এশিয়ান গেমসের। ভারতীয় পুরুষ দল অক্টোবর-নভেম্বর মাসে নিজের দেশেই খেলবে ক্রিকেট বিশ্বকাপ। তাছাড়া ওই সময় আগে থেকেই ক্রিকেটের সূচী রয়েছে টিম ইন্ডিয়ার। যে কারণে এশিয়ান গেমসে খেলার প্রস্তাব এলে বিসিসিআই না করে দেয়।

Asian Games: ভারতীয় ক্রিকেট দলকে এশিয়ান গেমসে অংশ নিতে চীনে পাঠাবে না BCCI
IPL 2023: ম্যাচ জিতলেও বড় জরিমানার মুখে লোকেশ রাহুল! কিন্তু কেন?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in