এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানেই, ভারত খেলবে অন্য দেশে!

ভারত তাদের ম্যাচ খেলতে পারে সম্ভবত ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে। যদিও এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে।
এশিয়া কাপ অন্য দেশে খেলবে ভারত
এশিয়া কাপ অন্য দেশে খেলবে ভারতছবি সংগৃহীত

এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। ভারত তাদের ম্যাচ গুলি খেলবে অন্য দেশে, নিরপেক্ষ ভেন্যুতে। এই সম্ভাবনাই প্রবল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) এবিষয়ে আলোচনা করেছে বলে খবর। জানা গিয়েছে, দুই দেশই পাকিস্তানের বাইরে একে অপরের বিরুদ্ধে তাদের টুর্নামেন্ট ম্যাচ খেলতে পারে। ভারত সম্ভবত ওমান, শ্রীলঙ্কা বা ইউএই-তে তাদের এশিয়া কাপের ম্যাচ খেলতে পারে।

ওডিআই ফর্ম্যাটে হতে চলেছে এবারের এশিয়া কাপ। আয়োজক দেশ হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল পাকিস্তানের নাম। কিন্তু বিসিসিআই সচিব জয় শাহ সাফ জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানে খেলতে যাবে না ভারত। কারণটা অবশ্যই রাজনৈতিক। তবে পাকিস্তান বোর্ডও তাদের সিদ্ধান্তে অটল। এই নিয়ে দুই দেশের বোর্ডের মধ্যে বেশ লড়াই চলে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির হস্তক্ষেপের দাবিও তোলেন। অবশেষে এই দ্বন্দ্বের একটা সুরাহা হবে বলে আশা করা হচ্ছে।

একটি সূত্র মারফত জানা যাচ্ছে, "কয়েকদিন আগে বোর্ডের মধ্যে একটি মিটিং করা হয়েছিল এবং টুর্নামেন্টটি পাকিস্তানে অনুষ্ঠিত হতে দেওয়া হবে। ভারত তাদের ম্যাচগুলি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলবে, পাকিস্তানে যাবে না। ভারত তাদের ম্যাচ খেলতে পারে সম্ভবত ওমান, সংযুক্ত আরব আমিরশাহী, ইংল্যান্ড, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে। যদিও এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে পরে।"

আগামী সেপ্টেম্বরে হবে এশিয়া কাপের লড়াই। এশিয়ার মোট ৬ টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। ভারত এবং পাকিস্তান রয়েছে একই গ্রুপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও অন্য একটি দেশ খেলবে। সেই দেশকে যোগ্যতা অর্জন পর্বে খেলে আসতে হবে। অন্য গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আফগানিস্তান।

এশিয়া কাপ অন্য দেশে খেলবে ভারত
'নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন', রোহিতের উদ্দেশ্যে বার্তা ক্ষুব্ধ গাভাসকারের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in