'নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন', রোহিতের উদ্দেশ্যে বার্তা ক্ষুব্ধ গাভাসকারের

গাভাসকার বলেন, আমি মনে করি তাকে (রোহিতকে) প্রতিটি ম্যাচই খেলতে হবে। এরকম অধিনায়কের প্রয়োজন নেই, যে এক ম্যাচ থাকবে, বাকি ম্যাচে থাকবে না।
রোহিত অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ গাভাসকার!
রোহিত অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ গাভাসকার!গ্রাফিক্স - সুমিত্রা নন্দন

রোহিত শর্মার ওপর মোটেও খুশি নন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ছিলেন না রোহিত। হার্দিক পান্ডিয়া করেছিলেন অধিনায়কত্ব। ওই ম্যাচে কষ্টার্জিত জয় পায় টিম ইন্ডিয়া। এরপর বিশাখাপত্তনমে রোহিত যোগ দিলেও শেষ দুই ম্যাচে ভারত হারে। প্রথম ম্যাচে রোহিত না থাকার জন্য বেজায় চটেছেন গাভাসকার। সাফ জানিয়ে দিয়েছেন, ওডিআই বিশ্বকাপের বছরে রোহিত যে কারণে ছুটি নিয়েছেন, ওই ধরনের কারণের কোনো স্থান নেই। দলের "নেতৃত্বের ধারাবাহিকতা" প্রয়োজন।

স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকার বলেন, "আমি মনে করি তাকে (রোহিতকে) প্রতিটি ম্যাচই খেলতে হবে। এরকম অধিনায়কের প্রয়োজন নেই, যে এক ম্যাচ থাকবে, বাকি ম্যাচে থাকবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অন্য খেলোয়াড়দের সাথে ঘটতে পারে। আমি জানি এটি একটি পারিবারিক প্রতিশ্রুতি ছিল, তাই তাকে সেখানে থাকতে হয়েছিল। এটা বোঝা যায়।"

একজন অধিনায়কের প্রধান কর্তব্য নিজে প্রত্যেকটা ম্যাচ খেলা। পরিবারে খুব গুরুতর কোনো প্রয়োজন না হলে ছুটি না নেওয়ার পরামর্শ দিয়েছেন সানি। রোহিত শর্মার অধিনায়কত্বে "ধারাবাহিকতা থাকা উচিত" মনে করেন তিনি। একজন অধিনায়ক যদি ধারাবাহিকতা বজায় না রাখেন, তাঁর দলও ধারাবাহিক হতে পারে না। বিশ্বকাপের বছরে তাই রোহিতকে দলের জন্য সর্বোচ্চ প্রয়াস করতে বলেছেন গাভাসকার।

শেষবার ২০১৯ সালে ভারতের মাটিতে এসে ভারতকে একদিনের সিরিজে হারিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পর আবারও ভারতকে হারিয়ে গেলো সফরকারী অস্ট্রেলিয়া। বুধবার সিরিজ নির্ধারক তথা চূড়ান্ত ওডিআই-এ ভারতকে ২১ রানে পরাজিত করেন স্টিভ স্মিথরা। সেই সঙ্গে আইসিসি পুরুষদের ওডিআই টিম র‍্যাঙ্কিং-এ ইন্ডিয়াকে দুইয়ে নামিয়ে, অজিরা উঠে এলো একে।

রোহিত অধিনায়কত্ব নিয়ে ক্ষুব্ধ গাভাসকার!
IND vs AUS: সূর্য ছাড়াও টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন এই পাঁচ ভারতীয় ক্রিকেটার

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in