IND Vs PAK: 'পাকিস্তানকে ভারতের বি টিমও হারিয়ে দেবে' - হাইভোল্টেজ ম্যাচের আগে দাবি প্রাক্তন পেসারের

People's Reporter: এক সংবাদমাধ্যমে অতুল ওয়াসান বলেন, ভারতের বি দলও এই পাকিস্তানকে হারাবে। ৯০-এর দশকে পাকিস্তান দুর্দান্ত দল ছিল, এখন অবস্থান উল্টো।
ভারত বনাম পাকিস্তান  প্রতীকী ছবি
ভারত বনাম পাকিস্তান প্রতীকী ছবিফাইল ছবি সৌজন্যে বিসিসিআই টুইটার হ্যান্ডেল
Published on

রবিবার এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (IND Vs PAK)। হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। তার আগেই পাক দলকে কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন পেসার অতুল ওয়াসান। তাঁর মতে পাকিস্তানকে ভারতের 'বি' দলও হারিয়ে দেবে।

এক সংবাদমাধ্যমে অতুল ওয়াসান বলেন, “ভারতের বি দলও এই পাকিস্তানকে হারাবে। ৯০-এর দশকে পাকিস্তান দুর্দান্ত দল ছিল, এখন অবস্থান উল্টো। রোহিত বা বিরাটকে মিস করব না, নাহলে সুনীল গাভাসকর বা কপিল দেবকেও মিস করা শুরু করব। পুরনো তারকা যাবে, নতুন তারকা আসবে। এটাই ক্রিকেট।”

অন্যদিকে প্রাক্তন স্পিনার পীযূষ চাওলাও বর্তমান দলের প্রশংসা করে বলেন, “রোহিত-কোহলির পর ভারতীয় দল যত ম্যাচ জিতেছে, তাতে বোঝা যায় এই রূপান্তর একেবারেই মসৃণ। আর্শদীপ সিং-এর মতো বিশ্বসেরা টি-২০ বোলারও যখন একাদশে সুযোগ পাচ্ছে না, তখন দলের গভীরতা নিয়ে প্রশ্ন ওঠে না। তারকাদের অভাব অবশ্যই অনুভূত হবে, তবে এটাই খেলার স্বাভাবিক চক্র।”

উল্লেখ্য, এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৯ বার। যার মধ্যে ভারতের পাল্লা ভারী। টিম ইন্ডিয়ার দখলে ১০টি জয় এবং পাকিস্তানের দখলে ৬টি। ৩টি ম্যাচের কোনও ফলাফল হয়নি বা বিশেষ কারণে ম্যাচ বাতিল হয়েছিল। ২০২৩ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানে জিতেছিল ভারত।

অন্যদিকে জানা যাচ্ছে ভারত-পাক ম্যাচ বয়কট করছেন একাধিক বিসিসিআই আধিকারিক। দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী খবর, তাঁরা দুবাইতে ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন না।

প্রতিবেদন অনুযায়ী আরও জানা যায়, রাজীব শুক্লা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সদস্য হিসেবে ম্যাচে উপস্থিত থাকতে পারেন তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান জয় শাহ বা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার উপস্থিত থাকার সম্ভাবনা খুবই কম।

ভারত বনাম পাকিস্তান  প্রতীকী ছবি
উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থায় ৩৫ লক্ষ টাকার 'কলা কেলেঙ্কারি'! দুর্নীতির অভিযোগে BCCI-কে নোটিশ আদালতের
ভারত বনাম পাকিস্তান  প্রতীকী ছবি
Asia Cup 2025: 'এটা তো একটা ম্যাচ' - এশিয়া কাপে ভারত-পাক ম্যাচ বন্ধের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in