'ISL খেলে কী লাভ?' - কলকাতার দুই প্রধানের উদ্দেশ্যে প্রশ্ন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের

People's Reporter: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আইএসএল খেলা ছেড়ে ময়দানে ফুটবলটা খেলুন। আইএসএল'এ খেলে কোনও লাভ হবে না কলকাতার ফুটবলে।"
মূর্তি উন্মোচনের মুহূর্ত
মূর্তি উন্মোচনের মুহূর্তছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবে স্থাপিত হল ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ী ঐতিহাসিক অমর একাদশ-র মূর্তি। ক্লাব লনে অমর একাদশ-এর মূর্তির উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই কলকাতার দুই প্রধানের আইএসএল খেলা নিয়ে প্রশ্ন তুললেন অরূপ বিশ্বাস।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আইএসএল খেলা ছেড়ে ময়দানে ফুটবলটা খেলুন। আইএসএল'এ খেলে কোনও লাভ হবে না কলকাতার ফুটবলে।" একই সঙ্গে জঘন্যতম রেফারিং নিয়ে সমালোচনা করেন ক্রীড়ামন্ত্রী।

সৌরভ গাঙ্গুলি অবশ্য আইএসএল এবং কলকাতা ফুটবলের ভেদাভেদে রাজি নন। তাঁর মতে, আইএসএল রয়েছে আইএসএল-এর জায়গায়, কলকাতা ফুটবল থাকবে তার জায়গায়। তিনি বলেন, "যে কোনও খেলায় অর্থ কখনও অন্তরায় হয়ে দাঁড়ায় না। গাভাসকার, রিচার্ডস, পেলে-মারাদোনা'রা জীবনে খেলে কত টাকা উপার্জন করেছেন? আমিও রঞ্জি খেলেছি মাত্র চারশো টাকার বিনিময়। আসলে প্রয়োজন ইচ্ছাশক্তি ও পরিশ্রম। তা হলেই জীবনে সাফল্য আসবে।"

অমর একাদশ
অমর একাদশছবি - মোহনবাগানের ফেসবুক পেজ

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, অরূপ দা আবেগপ্রবণ মানুষ আবেগ থেকে কথাটা বলেছেন। আসলে উনি বলতে চেয়েছেন আইএফএ যদি কলকাতা লিগটা ভালো করে করতো তাহলে বাংলার ফুটবলটা উন্নতি করতো। 'অমর একাদশের মূর্তির দু'পাশে ফলক বসানো হবে। যেখানে লেখা থাকবে ১৯১১ শিল্ডজয়ের ইতিহাস।

মূর্তি উন্মোচনের মুহূর্ত
ISL 2023-24: ওড়িশা ম্যাচেই ৩ পয়েন্ট নিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল
মূর্তি উন্মোচনের মুহূর্ত
Sakshee Malikkh: WFI-র নতুন সভাপতি ব্রিজভূষণ ঘনিষ্ঠ! প্রতিবাদে কুস্তি ছাড়ার সিদ্ধান্ত সাক্ষী মালিকের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in