

নর্থ ইস্টকে ৫ গোলে হারিয়ে পাঞ্জাব এফসির মত দুর্বল প্রতিপক্ষর বিরুদ্ধে ড্র-র পর আবার মুম্বইয়ে গিয়ে মুম্বইয়ের মাঠে ড্র। শক্তিশালী মুম্বই ম্যাচ ড্র একপ্রকার ইস্টবেঙ্গলের কাছে নৈতিক জয়। তবে এবারে আর নৈতিক জয় নয় একেবারেই জয় চায় টিম লাল হলুদ। আর সেই টার্গেট নিয়েই শুক্রবার যুবভারতীতে ওড়িশা এফসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল।
লাল হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত জানান, 'মুম্বই ম্যাচের ড্র নিয়ে আমি ছেলেদের লড়াইয়ে সত্যিই গর্বিত। তবে ওড়িশা ম্যাচে আমি ৩ পয়েন্ট ছাড়া কিছুই ভাবছি না। যুবভারতীতে ওড়িশার পারফরমেন্স খুব ভালো। ওরা ভালো খেলছে গোটা টুর্নামেন্টে। সেই কারণে ওদের বিরুদ্ধে জিততে গেলে কষ্ট করতেই হবে। আমরা কঠিন জায়গা থেকে আগেও ফিরে এসেছি। এই ম্যাচে জয় পেলেই আমাদের আত্মবিশ্বাস আবার ফিরবে।'
তবে দলের উন্নতি ও অগ্রগতি নিয়ে তিনি যে খুশি তা কুয়াদ্রাতের কথাতেই স্পষ্ট। বলেন, "আমার মনে হয় যে কোনও দলকে আমরা হারাতে পারি। এত দিন অনেকগুলো ম্যাচেই আমরা জেতার কাছে গিয়েও ফিরে এসেছি। কখনও এক গোলে জিতেছি, কখনও আবার এক গোলে হেরেছি। এর অর্থ আমরা ভালো অবস্থাতেই রয়েছি"।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি আত্মবিশ্বাসী নই, চেষ্টা করছি বছরটা যাতে ভালো ভাবে শেষ করা যায়। আমি খুব পজিটিভ। অনুশীলনে দলের ছেলেদের পারফরম্যান্স দেখে মনে হয় আমাদের দলটা ক্রমশ তৈরি হয়ে উঠছে। তবে একটা ম্যাচের ফলে কিছু যায়-আসে না। দল যে গতিশীল হচ্ছে, এটাই জরুরি। লিগ টেবিলে আমরা একটা জায়গায় আছি। কিন্তু আমরা যা পরিশ্রম করছি এবং উন্নতি করছি, তাতে আমাদের আরও ভালো জায়গায় থাকার কথা ছিল। এখন আমাদের জয় দরকার। জয় ছাড়া কোনও দল প্লে অফে উঠতে পারে না। আমাদের জয়ের জন্যই ঝাঁপাতে হবে"।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন