

আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে আইপিএল ২০২৬-র মিনি নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামে অংশ নিচ্ছেন ১,৩৫৫ জন ক্রিকেটার। তবে নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। এই নিলামে সবথেকে দাবি প্লেয়ার হতে পারেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামরন গ্রিন।
ক্যামরন গ্রিনের জন্য ঝাঁপাতে পারে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস। কারণ এই দুই ফ্র্যাঞ্চাইজির হাতেই সব থেকে বেশি অর্থ রয়েছে। কেকেআরের ঝুলিতে ৬৪.৩০ কোটি টাকা রয়েছে এবং চেন্নাই ৪৩.৪০ কোটি টাকা নিয়ে অংশগ্রহণ করবে নিলামে।
এছাড়া নিলামে নজর থাকবে ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইয়ের দিকে। তাঁকে লখনউ সুপার জায়ান্ট রিলিজ করেছে। নজর থাকবে ২০২৫ সালের মেগা নিলামে কলকাতার রাইট-টু-ম্যাচ বিকল্প ব্যবহার করে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে কেনা ভেঙ্কটেশ আইয়ারের দিকেও। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান, শ্রীলঙ্কার মাতিশা থিকশানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের দিকেও নজর থাকবে।
২ কোটি টাকা বেস প্রাইস থাকা খেলোয়াড়: রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার, মুজিব উর রহমান, নবীন উল হক, শন অ্যাবট, অ্যাশটন আগার, কুপার কনোলি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও'রউরকে, রাচিন রবীন্দ্র, জেরাল্ড কোয়েটজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিড়ি, এনরিখ, রুশো, তাবরেজ শামসি, ডেভিড উইজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাতিশা পাথিরানা, মহেশ থিকশানা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিয়াল হোসেন, আলজারি জোসেফ, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরন গ্রিন, জশ ইঙ্গলিস, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কুরান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, জেমি স্মিথ, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন