মেসির জোড়া গোলে জামাইকাকে হারালো আর্জেন্টিনা, তিউনিশিয়ার বিপক্ষে বড় জয় ব্রাজিলের

পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলে জিতেলো ব্রাজিল। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। এছাড়া গোল করেছেন নেইমার, রিচার্লিসন, পেদ্রোও।
লিওনেল মেসি
লিওনেল মেসি ছবি সৌজন্যে টুইটার

তিউনিশিয়াকে গোল বন্যায় ভাসালো ব্রাজিল। পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে ৫-১ গোলে ম্যাচ জিতেছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন রাফিনহা। এছাড়া গোলের খাতায় নাম লিখিয়েছেন নেইমার, রিচার্লিসন, পেদ্রোও। ব্রাজিলের পর এদিন বড় জয় পেয়েছে লাতিন আমেরিকার আর এক পরাশক্তি আর্জেন্টিনাও। লিওনেল মেসির জোড়া গোলের সৌজন্যে জামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা।

আফ্রিকান জায়ান্ট তিউনিশিয়া তাদের গত সাতটি ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখেছিল। ব্রাজিলের বিপক্ষে সেই সুখ স্মৃতি নিয়েই খেলতে নেমেছিল দলটি। তবে সেলেসাওদের সামনে তাদের পর্যুদস্ত হতে হয়েছে অসহায় ভাবে।ম্যাচের ১১ মিনিটেই ক্যাসমিরোর পাস থেকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন রাফিনহা। তবে ১৮ মিনিটে গোলটি পরিশোধ করেছিল তিউনিসিয়া। আফ্রিকার দেশটি সমতা ফিরে পাওয়ার পর মুহূর্তেই এগিয়ে যায় ব্রাজিল। ১৯ মিনিটে রিচার্লিশন গোল করে ব্রাজিলকে ফের এগিয়ে দেন। রাফিনহার পাস থেকে এই গোলটি করেন রিচার্লিশন।

প্রথমার্ধের ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান নেইমার। ৪০ মিনিটে ফের গোল করেন রাফিনহা। প্রথমার্ধেই ৪-১ গোলে এগিয়ে যায় ব্রাজিল। অন্যদিকে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া তিউনিশিয়া বড় ধাক্কা খায় ৪২ মিনিটের মাথায়। লাল কার্ড দেখে তাদের খেলোয়াড় ডিলান ব্রন।

দশ জনের তিউনিশিয়ার বিপক্ষে ম্যাচের ৭৪ মিনিটে ব্রাজিলকে আরও একটি গোলে এগিয়ে দেন বদলি হিসেবে নামা স্ট্রাইকার পেড্রো। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এদিন জামাইকার বিপক্ষে ৩-০ গোলে জয় অর্জন করেছেন লিও মেসিরা। এই ম্যাচে শুরুর একাদশে মেসি ছিলেন না। আর্জেন্টিনার এই তারকা ম্যাচের পূর্বে কিছুটা অসুস্থ থাকায় কোচ স্কালোনি তাকে ৯০ মিনিট খেলাতে চাননি। কিন্তু মাঠে আসা ভক্তদের হতাশ করেননি তিনি। মেসিকে বিরতির পর মাঠে নামান। আর মাঠে নেমেই নিজের ম্যাজিক্যাল পারফর্মেন্স দেখালেন মেসি। আলভারেজের গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনার হয়ে ৮৬ এবং ৮৯ মিনিটে জোড়া গোল করলেন তিনি।

লিওনেল মেসি
০-৩ গোলে হার! ভিয়েতনামের সামনে দাঁড়াতেই পারলেন না সুনীল ছেত্রীরা
লিওনেল মেসি
UEFA Nations League: হাঙ্গেরীকে হারিয়ে সেমিফাইনালে ইতালি, ইংল্যান্ড-জার্মানি ম্যাচ ড্র

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in