UEFA Nations League: হাঙ্গেরীকে হারিয়ে সেমিফাইনালে ইতালি, ইংল্যান্ড-জার্মানি ম্যাচ ড্র

লড়াইটা ছিল দুই ইতালিয়ান কোচ রবার্টো মানচিনি এবং মার্কো রসির মধ্যে। সোমবার মুখোমুখি হয় হাঙ্গেরী এবং ইউরো জয়ী ইতালি। যেখানে শেষ হাসি হেসেছেন রবার্টো মানচিনিই।
গতরাতের ম্যাচের ফলাফল
গতরাতের ম্যাচের ফলাফলছবি - সোশ্যাল মিডিয়া

লড়াইটা ছিল দুই ইতালিয়ান কোচ রবার্টো মানচিনি এবং মার্কো রসির মধ্যে। উয়েফা নেশনস লীগের গ্রুপ পর্বে দুর্দান্ত প্রদর্শন করেছে হাঙ্গেরী এবং ইতালি। মার্কো রসি হাঙ্গেরীর দায়িত্ব নেওয়ার পর কার্যত বদলেই যায় দলটি। অন্যদিকে ইউরো জয়ী মানচিনি তার দক্ষতা এবং অভিজ্ঞতায় ইতালিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করছেন।

সোমবার নেশনস লীগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় হাঙ্গেরী এবং ইউরো জয়ী ইতালি। যেখানে শেষ হাসি হেসেছেন রবার্টো মানচিনিই। পুরো টুর্নামেন্ট জুড়ে রং ছড়িয়েও গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হলো হাঙ্গেরীকে। নেশনস লীগের সেমিফাইনালে পৌঁছে গেল আজ্জুরিরা।

বুদাপেস্টের পুসকাস এরিনাতে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও স্বাগতিকদের ভুগতে হলো ফিনিশিং-এর অভাবে। এদিন নিজেদের পায়ে ৫৫ শতাংশ বল রেখে এবং ৬ টি গোলমুখী শট করেও গোলের দেখা পায়নি হাঙ্গেরী। অন্যদিকে তিনটি শট গোলে রেখে তার মধ্যে দুটোতেই বাজিমাৎ করেছেন মানচিনিরা। ম্যাচের ২৭ মিনিটে রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ইতালিকে এগিয়ে দেন রাসপাদোরি। প্রথমার্ধে এই লীড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে ফেডরিকো ডিমার্কোর গোলে ২-০ গোলে জয় তুলে নেয় ইউরো জয়ীরা।

অন্যদিকে, হাফ ডজন গোলের থ্রিলিং ম্যাচ ওয়েম্বলিতে। নিয়মরক্ষার ম্যাচে নেমে ইংল্যান্ড এবং জার্মানি লড়াই চালালো সমানে সমানে। প্রথমার্ধে গোল শূন্য থাকা ম্যাচ শেষ হল ৩-৩ ব্যবধানে ড্রয়ের মাধ্যমে।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় জার্মানি। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল ইকে গুন্ডোগানের। ৬৭ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান বাড়ান কাই হাভার্টেজ। এরপর দ্রুত সমতা ফিরে পায় ইংল্যান্ড। ৪ মিনিটের ব্যবধানে গোল করে থ্রি লায়ন্সদের সমতা এনে দেন লুক শ এবং ম্যাসন মাউন্ট। ম্যাচ আরও জমে ওঠে ৮৩ মিনিটের পর। পেনাল্টি থেকে গোলে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। ব্রিটিশ সমর্থকরা তখন কার্যত প্রস্তুতি নিচ্ছে জয় উদযাপনের। কিন্তু এরপরেই আসে নাটকীয় মুহূর্ত। ৮৭ মিনিটে দুর্দান্ত গোলে জার্মানিকে সমতা এনে দেন হাভার্টেজ। ম্যাচ শেষ হয় ৩-৩ ব্যবধানেই।

গতরাতের ম্যাচের ফলাফল
UEFA Nations League: ডেনমার্কের কাছে হারলেও অস্ট্রিয়ার হারে রেলিগেশন হওয়া থেকে বাঁচলো ফ্রান্স
গতরাতের ম্যাচের ফলাফল
Virat Kohli: দ্রাবিড়কে টপকে গেলেন বিরাট, সামনে এখন শুধুই শচীন

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in