যে কেউ আসুন, খেলুন, বিয়ার ফ্রি - BBL-এ স্মিথকে না খেলানোয় অজি বোর্ডকে খোঁচা ড্যান ক্রিশ্চিয়ানের

আগামীকাল BBL-র ফাইনাল। করোনা সংক্রমণে জর্জরিত সিডনি সিক্সার্স প্রথম একাদশই সাজাতে পারছে না। এই পরিস্থিতিতে স্টিভ স্মিথকেও খেলার ছাড়পত্র দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্টিভ স্মিথ
স্টিভ স্মিথফাইল চিত্র

শুক্রবার বিগ ব্যাশ লীগের(BBL) মেগা ফাইনালে পার্থ স্কচার্সের বিপক্ষে দল নামাতেই হিমশিম খাচ্ছে সিডনি সিক্সার্স। করোনা সংক্রমণে জর্জরিত সিডনি প্রথম একাদশই সাজাতে পারছে না। এই পরিস্থিতিতে স্টিভ স্মিথকেও খেলার ছাড়পত্র দিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তাই সোশ্যাল মিডিয়ায় অজি বোর্ডকে কটাক্ষ করে আগ্রহীদের ক্রিকেট খেলার আমন্ত্রণ জানালেন সিডনির অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান। খেলার শেষে বিনামূল্যে বিয়ার দেওয়া হবে বলে লিখেছেন তিনি।

ড্যানিয়েল ক্রিশ্চিয়ান ট্যুইটে লেখেন,"আগামিকাল রাতে ক্রিকেট খেলতে চান, মেলবোর্নের এরকম যে কোনও ব্যক্তিকে আহ্বান জানাচ্ছি। আমাদের দল মাঠে নামানোর মতো করোনা মুক্ত এবং ফিট ১১ জন খেলোয়াড়কে পাচ্ছে না। মেলবোর্নের মার্বেল স্টেডিয়ামে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে ওয়ার্ম-আপ শুরু হবে। তারপর সম্ভবত একটা বড় কাপ থেকে বিনামূল্যে বিয়ার দেওয়া হবে। যদি আগ্রহী হন, তাহলে মেসেজ করুন।" সেইসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে অজি অলরাউন্ডার উল্লেখ করে দিয়েছেন টেস্ট ক্রিকেটারদের নেওয়া হবে না।

ড্যানিয়েল ক্রিশ্চিয়ানের এই ট্যুইটে প্রোটিয়া কিংবদন্তী ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স লিখেছেন, "আমি ইচ্ছুক। তুমি কি চার ওভার নিশ্চিত করতে পারবে?"

আগামীকাল বিবিএলের ফাইনাল। তবে সিডনি সিক্সার্সের শিবিরে বড় ধাক্কা। করোনা আক্রান্ত হয়েছেন সিডনির তিন ক্রিকেটার জোস ফিলিপে এবং মিকি ও জ্যাক এডওয়ার্ড। এছাড়াও অধিনায়ক ময়েসেস হেনরিকেস, ড্যানিয়েল হিউস, স্টিভেন ও'কিফ এবং জর্ডন সিল্ক চোটের কারণে অনিশ্চিত। এই পরিস্থিতিতে প্রথম একাদশই সাজাতে হিমশিম খাচ্ছে সিক্সার্সরা। তার ওপর আবার স্টিভ স্মিথকে পাওয়ার আবেদন খারিজ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হলেও দু সপ্তাহের পুরনো নিয়মের জন্য স্মিথকে বিবিএল ফাইনালে খেলার ছাড়পত্র দেয়নি অজি ক্রিকেট বোর্ড।

স্টিভ স্মিথ
ক্রীড়া জগতে শোকের ছায়া, প্রয়াত অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক চরণজিৎ সিং

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in