ক্রীড়া জগতে শোকের ছায়া, প্রয়াত অলিম্পিক্সে সোনা জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক চরণজিৎ সিং

বার্ধক্যজনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অলিম্পিক্সের হকিতে দেশকে সোনা এনে দেওয়া এই প্রাক্তন মিডফিল্ডার। অবশেষে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
চরণজিৎ সিং
চরণজিৎ সিংছবি সংগৃহীত

ভারতের ক্রীড়া জগতে ফের শোকের ছায়া। প্রয়াত ১৯৬৪ সালের টোকিও অলিম্পিক্সে ভারতের সোনা জয়ী হকি দলের অধিনায়ক চরণজিৎ সিং। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে হিমাচল প্রদেশের উনায় নিজের বাসভবনেই না ফেরার দেশে পাড়ি জমান চরণজিৎ সিং। জানা গিয়েছে বার্ধক্য জনিত অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন অলিম্পিক্সের হকিতে দেশকে সোনা এনে দেওয়া এই প্রাক্তন মিডফিল্ডার। অবশেষে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। চরণজিৎ সিংএর মৃত্যুতে দেশের ক্রীড়া জগতে নেমে এসেছে শোকের ছায়া।

১৯৬৪ সালের টোকিও অলিম্পিক্সে ভারতের সোনা জয়ী হকি দলের অধিনায়ক চরণজিৎ সিং, ১৯৬০ রোম অলিম্পিক্স এবং ১৯৬২ সালের এশিয়াডে রূপো জয়ী দলের সদস্যও ছিলেন। জানা গিয়েছে বছর পাঁচেক আগে স্ট্রোক হওয়ার পর পক্ষাঘাত হয়ে যায় তাঁর। তারপর থেকেই জীবনযুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যান। অবশেষে হার মানলেন।

চরণজিৎ সিংয়ের পুত্র ভিপি সিং সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, "বাবার পাঁচ বছর আগে স্ট্রোক হওয়ার পর থেকেই পক্ষাঘাত হয়ে যায়। লাঠি নিয়েই হাঁটাহাঁটি করতেন উনি। কিন্তু বিগত কয়েক মাস তাঁর শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছিলো। বৃহস্পতিবার সকালেই উনি আমাদের ছেড়ে চলে যান।"

চরণজিৎ সিং
যোগ্যরা সুযোগ পেয়েছেন ভারতীয় দলে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল দেখে মন্তব্য যুবরাজের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in