বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা

ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া থেকে শুরু করে সাক্ষী মালিক - যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ফেডারেশন প্রধান ব্রিজ ভূষণকে গ্রেফতার করার দাবি জানিয়ে ধরনায় বসেছেন।
বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা
Published on

ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে সরগরম দেশের কুস্তিমহল। বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন ভারতের তারকা কুস্তিগীররা। ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া থেকে শুরু করে সাক্ষী মালিক - যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ফেডারেশন প্রধান ব্রিজ ভূষণকে গ্রেফতার করার দাবি জানিয়ে ধরনায় বসেছেন। আর এই পরিস্থিতিতে এবার ক্রিকেটার এবং অন্যান্য শীর্ষস্থানীয় ভারতীয় ক্রীড়াবিদদের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন ভিনেশ ফোগাট।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে, দেশের শীর্ষ ক্রিকেটারদের ওপর তীব্র আক্রমণ শুরু করেন। তিনি জিজ্ঞাসা করেন, এখন কেন ক্রিকেটাররা স্তব্ধ? তাঁরা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় থাকেন। অলিম্পিক বা কমনওয়েলথের মতো পর্যায়ে ক্রীড়াবিদদের কৃতিত্বে মন্তব্য করেন। এখন চুপ কেন?

ভিনেশ বলেন, "গোটা দেশ ক্রিকেটকে পুজো করে। তবে এখন একজন ক্রিকেটারও মুখ খুলছেন না। আমরা এটা বলছি না যে তাঁরা আমাদের পক্ষে কথা বলুন। তবে কিছু তো বলুন। নিরপেক্ষ হয়েও ন্যায়ের জন্য মুখ খুলুক তাঁরা। এটাই আমার বেদনার কারণ। ক্রিকেটার হোক, ব্যাডমিন্টন খেলোয়াড় হোক, অ্যাথলিট হোক কিংবা বক্সার। তাঁরা মুখ খুলুক।"

ক্রিকেটারদের তোপ দেগে আরও বলেন," আমরা যখন কোনও প্রতিযোগিতায় জিতি, তখন আপনারা আমাদের শুভেচ্ছা বার্তা পাঠান। এমনকী ক্রিকেটাররাও ট্যুইট করেন। এখন কী হয়ে গেল? আপনারা কি সিস্টেমকে ভয় পাচ্ছেন? নাকি সেখানেও কিছু ভুলভাল কাজ চলছে ?"

পাশাপাশি ব্ল্যাক লাইভস ম্যাটারের প্রসঙ্গ তুলে তিনি জানান,"এরকম নয় যে আমাদের দেশে বড় মাপের ক্রীড়াবিদ নেই। ক্রিকেটাররা আছেন। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় তাঁরা তাঁদের মতামত প্রকাশ করেছিলেন। আমাদের কি সেটুকুও প্রাপ্য নয়।"

ভিনেশ সাফ জানিয়ে দিয়েছেন, যদি এই সময় ক্রিকেটার বা দেশের অন্য ক্রীড়াবিদরা যদি তাদের সমর্থন করতে না পারেন, তবে ভবিষ্যতে দেশের জন্য পদক জিতলেও যেনো শুভেচ্ছা জানাতে না আসেন। তিনি বলেন, "যদি আমরা সংগ্রামের এই সময়ে তাদের সমর্থন পাওয়ার যোগ্য না হই, তাহলে, ঈশ্বরের ইচ্ছা, যদি আমরা আগামী দিনে একটি পদক জিততে পারি - এবং আমরা এর জন্য কঠোর পরিশ্রম করব - অভিনন্দন জানাতে আসবেন না  আমাদের। বলবেন না যে আপনি আমাদের ক্ষমতার উপর বিশ্বাস করেছিলেন কারণ আপনি তা করেননি - আপনি এখন আমাদের সন্দেহ করছেন।"

বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা
পার্টিতে মহিলার সাথে অভব্য আচরণ দিল্লির ক্রিকেটারের, বিতর্কের মুখে শৃঙ্খলাবিধি জারি সৌরভের দলের

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in