পার্টিতে মহিলার সাথে অভব্য আচরণ দিল্লির ক্রিকেটারের, বিতর্কের মুখে শৃঙ্খলাবিধি জারি সৌরভের দলের

রাত্রি দশটার পর কাউকেই ক্রিকেটাররা তাদের ঘরে নিয়ে যেতে পারবেন না। যদি কারো সাথে সাক্ষাৎ করার থাকে, তবে রেস্তরাঁ কিংবা কফি শপে দেখা করা যেতে পারে।
পার্টিতে মহিলার সাথে অভব্য আচরণ দিল্লির ক্রিকেটারের, বিতর্কের মুখে শৃঙ্খলাবিধি জারি  সৌরভের দলের

টানা পাঁচ ম্যাচ হারের পর টানা দুই জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর দিল্লির এক ক্রিকেটারের অভব্য আচরণে ক্ষুব্ধ হয়েছে টিম ম্যানেজমেন্ট। এক ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পার্টিতে গিয়ে এক মহিলার সাথে অভব্য আচরণ করার। এরপরেই বেলাগাম খেলোয়াড়দের শৃঙ্খলাবদ্ধ করতে একাধিক বিধি জারি করলো দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

ফ্র্যাঞ্চাইজির ভাবমূর্তি যাতে বজায় থাকে, সে কারণে রাত্রি দশটার পর কোনো পরিচিত ব্যক্তিকেই ক্রিকেটাররা তাদের ঘরে নিয়ে যেতে পারবেন না। যদি কারো সাথে সাক্ষাৎ করার থাকে, তবে রেস্তরাঁ কিংবা কফি শপে দেখা করা যেতে পারে। কিন্তু কোনোভাবেই একান্তে রুমের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। রুম থেকে বেরিয়ে কারো সাথে সাক্ষাৎ করার থাকলে, আগে থেকেই ফ্র্যাঞ্চাইজির কোনো কর্তাকে সেবিষয়ে জানাতে হবে।

নিজের স্ত্রী কিংবা বান্ধবীদের সাথে থাকার অনুমতি রয়েছে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের। তবে তাঁদের সমস্ত খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকেই। এছাড়া, যদি ক্রিকেটাররা কোনো ব্যক্তিকে তাঁদের ঘরে নিয়ে যেতে চান, তাহলে ওই ব্যক্তির সচিত্র পরিচয়পত্র জমা দিতে হবে টিম ম্যানেজমেন্টকে।

পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে, দলের তরফে কোনো অনুষ্ঠান আয়োজন করা হলে সেখানে সবার যোগ দেওয়া বাধ্যতামূলক। দেরিতে এলে আগে থেকেই জানাতে হবে। সমস্ত শৃঙ্খলাবিধি গুরুত্ব সহকারে পালন করার কথা বলা হয়েছে। শৃঙ্খলাবিধি ভাঙলে জরিমানার পাশাপাশি, অপরাধের গুরুত্ব বিচার করে ওই ক্রিকেটারের সাথে চুক্তিও ছিন্ন করতে পারে দিল্লি ক্যাপিটালস।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in