ICC Test Rankings: কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং-এ অক্ষর প্যাটেল, এগোলেন পূজারা, শুবমন, শ্রেয়সরা

ব্যাটারদের মধ্যে চেতেশ্বর পূজারা এগিয়েছেন ১০ ধাপ। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর পূজারা রয়েছেন ১৬ নম্বর স্থানে। শুবমন গিল ১০ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন।
ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় ক্রিকেট দলছবি - বিসিসিআই-র ট্যুইটার হ্যান্ডেল

একলাফে ২০ ধাপ এগিয়ে কেরিয়ারের সেরা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং-এ পৌঁছালেন ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিং-এ ১৮ নম্বর স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। সেইসঙ্গে স্পিনার কুলদীপ যাদবও এগিয়েছেন ১৯ ধাপ। ৪৯ নম্বর স্থানে রয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অন্তর্গত প্রথম টেস্টে ১১৩ রানে আট উইকেটের জন্য প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত কুলদীপের রেটিং পয়েন্ট ৪৫৫। অক্ষর প্যাটেলের রেটিং পয়েন্ট ৬৫০। জসপ্রীত বুমরাহ এবং রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে নিজেদের জায়গা ধরে রেখেছেন।

ব্যাটারদের মধ্যে চেতেশ্বর পূজারা এগিয়েছেন ১০ ধাপ। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করার পর পূজারা রয়েছেন ১৬ নম্বর স্থানে। শুবমন গিল ১০ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৬ রান করেছিলেন শ্রেয়স আইয়ার। যার সৌজন্যে ১১ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত শর্মা। তবে শীর্ষ দশে রয়েছেন ভারত অধিনায়ক। ৯ নম্বরে রয়েছেন রোহিত। বিরাট কোহলি রয়েছেন ১২ নম্বর স্থানে। ভারতীয়দের মধ্যে ব্যাটিং র‍্যাঙ্কিং-এ সবথেকে এগিয়ে রয়েছেন ঋষভ পান্ত। ঋষভ রয়েছেন ষষ্ঠ স্থানে।

অন্যদিকে ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলেও ব্যক্তিগত টেস্ট ব়্যাঙ্কিংয়ে বড়সড় উন্নতি করলেন পাক অধিনায়ক বাবর আজম। তিন ম্যাচের ৬টি ইনিংসে বাবর ১টি সেঞ্চুরি ও ৩টি অর্ধশতরান-সহ দলের হয়ে সব থেকে বেশি ৩৪৮ রান সংগ্রহ করেন। সেই সুবাদে কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌছে গেলেন তিনি। স্টিভ স্মিথকে পেছনে ফেলে বাবর পৌঁছে গেলেন দ্বিতীয় স্থানে। শীর্ষস্থান বজায় রেখেছেন মার্নাস লাবুশানে।

টেস্ট ব্যাটসম্যানদের প্রথম দশে উল্লেখযোগ্য উন্নতি করেছেন ট্রেভিস হেড। তিনি তিন ধাপ উপরে উঠে চার নম্বরে অবস্থান করছেন। এক ধাপ করে পিছিয়ে ৫, ৬ ও ৭ নম্বরে রয়েছেন যথাক্রমে জো রুট, ঋষভ পান্ত ও কেন উইলিয়ামসন।

ভারতীয় ক্রিকেট দল
IND VS BAN: দ্বিতীয় টেস্টের একদিন আগে চোট পেলেন রাহুল, অভিষেক ঘটবে বাংলার অভিমন্যুর?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in