

বড়সড় অঘটন ঘটল উয়েফা নেশন্স লিগে। হাঙ্গেরির বিরুদ্ধে লজ্জার হার হজম করতে হল ইংল্যান্ডকে। ৯৪ বছর পর ঘরের মাঠে এত বেশি সংখ্যায় গোল খেল থ্রি লায়ন্স।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে হাঙ্গেরির বিরুদ্ধে খেলতে নামে হ্যারিকেনরা। আর সেই ম্যাচেই ইংল্যান্ডকে ৪ গোল দিল হাঙ্গেরি। নিজেদের মাঠে এত বড় ব্যবধানে ইংল্যান্ডকে শেষ বার হারতে হয়েছিল স্কটল্যান্ডের কাছে। ১৯২৮ সালে স্কটল্যান্ডের কাছে ৫-১ গোলে হারতে হয়েছিল। ৯৪ বছর পর এমন লজ্জাজনক হার কিছুতেই মেনে নিতে পারছেন না সমর্থকরা। পুরো ম্যাচ ইংল্যান্ডের কাছেই বলের দখল ছিল বেশি। গোটা ম্যাচে ১০ টা শটও নেয় তারা। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। হাঙ্গেরি যতগুলি আক্রমণ করেছে তার সামনে কার্যত ভেঙে পড়ে ইংল্যান্ডের রক্ষণভাগ।
হাঙ্গেরির হয়ে ১৬ মিনিটে প্রথম গোল করেন ফ্রেইবুর্গ উইঙ্গার রোলান্ড সালাই। পরে ৭০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন সালাই। সল্ট ন্যাগি হাঙ্গেরির হয়ে তিন নম্বর গোলটি করেন। আর ম্যাচের শেষ গোল আসে ড্যানিয়েল গ্যাজড্যাগের পা থেকে। সম্প্রতি হাঙ্গেরি দল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে আটকে দিয়েছিল। তারপর ফের ইংল্যান্ড বধ। প্রায় ৬৯ বছর পর হাঙ্গেরি ইংল্যান্ড জয় করল ইংল্যান্ডের মাঠেই।
ইংল্যান্ড কোচ অবশ্য বলেন, তাঁদের শুরুটা ভালো হলেও প্রথম গোলটা মূলত খেলোয়াড়দের আত্মবিশ্বাস ভেঙে দেয়। শেষ ৪৫ মিনিটে ফের গোল হজম করাটা ইংল্যান্ডকে পুনরায় খেলায় ফিরতে দেয়নি। উল্লেখ্য, পাঁচ মাস পর কাতার বিশ্বকাপ। আর ইংল্যান্ডের এমন ফর্ম নিয়ে বেশ চিন্তায় সমর্থকরা।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন