ACC U-19 Asia Cup: ব্যর্থ এনান-যুধজিতের লড়াই, পাকিস্তানের কাছে হেরে যুব এশিয়া কাপ অভিযান শুরু ভারতের

People's Reporter: পাকিস্তান যুব দলের দুরন্ত বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ভারতের বিরুদ্ধে ৪৩ রানে জিতল পাকিস্তান।
পাকিস্তানের কাছে হার ভারতের
পাকিস্তানের কাছে হার ভারতেরছবি - সংগৃহীত
Published on

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে হেরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অভিযান শুরু করল ভারত। পাকিস্তান যুব দলের দুরন্ত বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। ভারতের বিরুদ্ধে ৪৩ রানে জিতল পাকিস্তান।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান এবং সংযুক্ত আরব আমিরশাহী। শনিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

উসমান খান এবং শাহজাইব খানের ১৬০ রানের ওপেনিং জুটিতেই ম্যাচে অনেকটাই এগিয়ে যায় পাকিস্তান। উসমান আউট হন ৬০ রানে এবং শাহজাইব ফেরেন ১৫৯ রান করে। এই দুই ক্রিকেটার বাদে মহম্মদ রিয়াজ উল্লাহ করেন ২৭ রান। বাকিরা তেমন রান করতে পারেননি। ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮১ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।

ভারতের হয়ে ৩টি উইকেট নেন সমর্থ নাগারাজ। ২টি উইকেট নেন আয়ুশ মাত্রে। ১টি করে উইকেট নেন যুধাজিৎ এবং চোরমালে।

জবাবে ব্যাট করতে নেমে পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। আয়ুষ মাত্রে ২০ রানে ফেরেন এবং ১৩ বছর বয়সের বৈভব সূর্যবংশী আউট হন ১ রানে। এর পর ১৫ রানে ফেরেন সিদ্ধার্থ, ১৬ রান করে আউট হন অধিনায়ক মহম্মদ আমান। পরে নিখিল কুমার এবং করণ চোরমালের মধ্যে পার্টনারশিপ গড়ে উঠলেও তা ব্যর্থ হয়। কিরণ আউট হন ২০ রানে এবং নিখিল কুমার ফেরেন ৬৭ রানে। হরভংশ সিং প্রথম থেকে আক্রমণাত্মক খেললেও কাজে আসেনি। ২৬ রানে ফিরতে হয় তাঁকে। শেষ উইকেটে দুরন্ত লড়াই করেন মহম্মদ এনান এবং যুধজিৎ গুহ।

পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন আলি রাজা। ২টি করে উইকেট পান আব্দুল সুভন ও ফাহাম-উল-হক। ১টি করে উইকেট নেন নভিদ আহমেদ খান এবং উসমান খান।

অন্যদিকে এই গ্রুপের আরেকটি ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহী। প্রথমে ব্যাট করে ৩২৫ রান তোলে আমিরশাহী। পাহাড় সমান লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৪.১ ওভারে ৫২ রানে শেষ হয়ে যায় জাপানের ইনিংস।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in