Indian Football: '৮৭ বছর বয়সের দাদু হলেও খেলাব, যদি...' - সুনীল ইস্যুতে ফের সরব ভারতের হেড কোচ

People's Reporter: ভারতের আসল লক্ষ্য ২৫ মার্চ এই স্টেডিয়ামেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে হারানো।
মানোলো মার্কেজ
মানোলো মার্কেজছবি - ইন্ডিয়ান ফুটবল টিমের ফেসবুক পেজ
Published on

বুধবার মালদ্বীপের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নামবে ভারত। মানোলো মার্কেজ ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের মুখ দেখতে পায়নি ভারতীয় দল। বুধবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মার্কেজের তত্ত্বাবধানে পঞ্চম ম্যাচ খেলবে ভারত। তার আগে সুনীলকে দলে খেলানোর পক্ষে ফের সওয়াল করলেন মানোলো মার্কেজ।

ভারতের আসল লক্ষ্য ২৫ মার্চ এই স্টেডিয়ামেই এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশকে হারানো। তার আগে এই ম্যাচেই প্রস্তুতি সারবে ভারতীয় দল। এই ম্যাচগুলির জন্য সুনীল ছেত্রীর ৪০ বছর বয়সে অবসর ভেঙে কামব্যাক করায় অনেক বিতর্কও হচ্ছে।

ভারতীয় কোচ মার্কেজ জানান, 'এই ম্যাচে সুনীল কিছুক্ষণ মাঠে থাকবে। আমি এখনো জানি না, সে প্রথম একাদশে থাকবে নাকি বেঞ্চ থেকে নামবে। আমরা ছয়টি পরিবর্তন করতে পারব, তাই মোট ১৭ জন খেলোয়াড় মাঠে নামতে পারবে, সুনীল তাদের একজন হবে'।

তিনি আরও বলেন, "এই আইএসএল মরসুমে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা সুনীল। একজন খেলোয়াড় ২০ হোক, ৪০ হোক কিংবা ৮৭ বছর বয়সী দাদু হোক যদি তারা সেরা অবস্থায় থাকে তাহলে অবশ্যই জাতীয় দলে থাকবে। জাতীয় দল নতুন খেলোয়াড় গড়ার জায়গা নয়। এখানে প্রস্তুত খেলোয়াড়দেরই আসতে হয়। জাতীয় দলকে ম্যাচ জিততে হবে, আর জিততে হলে সেরা ফর্মের খেলোয়াড়দেরই ডাকা হবে।"

এছাড়া ভারতীয় কোচ বলেন, আমাদের প্রধান টার্গেট হল বাংলাদেশ ম্যাচে জয় পাওয়া। তাই মালদ্বীপের বিরুদ্ধে ভালো খেলতেই হবে। যাতে বাংলাদেশ ম্যাচ আমাদের কাছে সহজ হয়।

মানোলো মার্কেজ
IPL 2025: অরিজিৎ থেকে শ্রদ্ধা-বরুণ জুটি! IPL-এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে চলেছে কলকাতা
মানোলো মার্কেজ
Indian Football: বুধবার মালদ্বীপের বিরুদ্ধে নামছে ভারত, পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সতর্ক সুনীলরা

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in