৫০০ ওডিআই জয়! অস্ট্রেলিয়া, ভারতের পর তৃতীয় দেশ হিসেবে বড় নজির পাকিস্তানের

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ৯৭৮ টি ম্যাচ খেলে ৫৯৪ টি ম্যাচ জিতেছে অজিরা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া।
নজির পাকিস্তান ক্রিকেট টিমের
নজির পাকিস্তান ক্রিকেট টিমেরফাইল চিত্র

রাওয়ালপিন্ডিতে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো পাকিস্তান। কিউইদের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যমাত্রা ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই টপকে যায় বাবর আজমরা। পাকিস্তানের হয়ে দুর্দান্ত শতরান জোড়েন ওপেনার ফাখর জামান। এই দুর্দান্ত জয়ের সাথে সাথেই ওডিআই ক্রিকেটে বড় এক নজিরও গড়ে ফেলেছে পাকিস্তান দল। অস্ট্রেলিয়া এবং ভারতের পর মাত্র তৃতীয় দেশ হিসেবে একদিনের ক্রিকেটে ৫০০ জয়ের নজির গড়লো পাক দল।

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার। ৯৭৮ টি ম্যাচ খেলে ৫৯৪ টি ম্যাচ জিতেছে অজিরা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। ভারত ১০২৯ টি ওডিআই ম্যাচ খেলে ৫৩৯ টি জয় পেয়েছে। ৯৪৯ ম্যাচে ৫০০ টি জয় নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তান। এরপর রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (৪১১), দক্ষিণ আফ্রিকা (৩৯৯), শ্রীলঙ্কা (৩৯৯), ইংল্যান্ড (৩৯২), নিউজিল্যান্ড (৩৬৮), বাংলাদেশ (১৪৯), জিম্বাবোয়ে (১৪৬)।

গতকাল টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ডেরিল মিচেল এবং উইল ইয়ং-এর হাত ধরে বেশ সুন্দরভাবেই এগিয়ে গিয়েছিল কিউইরা। ১১ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ১১৫ বলে ১১৩ রানের ইনিংস খেলেন ডেরিল মিচেল। ইয়ং-এর ব্যাটে ৭৮ বলে ৮৬ রান। টপ অর্ডারের এই দুই ব্যাটার রান করলেও কিউইদের মিডিল অর্ডারের ব্যাটাররা এদিন সম্পূর্ণ ব্যর্থ হন। ৩৬ বল খেলে ২০ রান করেন লেথাম, হেনরি নিকোলস করেন ২০ বলে ২১ রান। সবমিলিয়ে ৭ উইকেট হারিয়ে ২৮৮ রান তোলে নিউজিল্যান্ড।

লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ফাখর জামান এবং ইমাম উল হকের হাত ধরে বেশ ভালোই শুরু করে পাকিস্তান। প্রথম উইকেটে এই জুটি যোগ করেন ১২৪ রান। ইমাম ৬০ রান করে ফিরে গেলেও ফাখর ছিলেন। ১১৪ বলে ১১৭ রান করেন তিনি। বাবর আজমের ব্যাটেও রান আসে। হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেও তাঁর ৪৯ রানের ইনিংস দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। শেষে ৩৪ বলে ৪২* রানে অপরাজিত থেকে দলকে ৯ বল হাতে রেখেই জয় এনে দেন মহম্মদ রিজওয়ান।

নজির পাকিস্তান ক্রিকেট টিমের
বিজেপি সাংসদ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, ক্রিকেটাররা চুপ কেন! ক্ষুব্ধ কুস্তিগীররা

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in