আর প্রজ্ঞানন্দ
আর প্রজ্ঞানন্দফাইল চিত্র - সংগৃহীত

চলতি বছরে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারালেন ১৬ বছরের আর প্রজ্ঞানন্দ

কার্লসেন এবং প্রজ্ঞানন্দের ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিলো। কিন্তু ৪০ তম দানে বড় ভুল করে বসেন কার্লসেন। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই নরওয়েজিয়ান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দেন ভারতের গ্র্যান্ড মাস্টার।

চলতি বছরে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন ভারতের ১৬ বর্ষীয় বিস্ময় প্রতিভা আর প্রজ্ঞানন্দ। চেসেবল মাস্টার্স অনলাইন র‍্যাপিড দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডে নরওয়ের বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন কিশোর প্রজ্ঞানন্দ।

কার্লসেন এবং প্রজ্ঞানন্দের ম্যাচ ড্রয়ের দিকেই যাচ্ছিলো। কিন্তু ৪০ তম দানে বড় ভুল করে বসেন কার্লসেন। আর সেই সুযোগের সদ্ব্যবহার করেই নরওয়েজিয়ান বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে দেন ভারতের গ্র্যান্ড মাস্টার।

এর আগে, এই বছরের ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্স টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। মাত্র ১৯ চালেই নরওয়ের দাবড়ুকে হারিয়ে বিস্ময় সৃষ্টি করেছিলেন। তিন মাসের মধ্যে ফের একবার কার্লসেনকে হারিয়ে নজর কাড়লেন।

চেসেবল মাস্টার্সের দ্বিতীয় দিনের শেষে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ম্যাগনাস। ভারতের প্রজ্ঞানন্দ ১২ পয়েন্টের সাথে রয়েছেন পঞ্চম স্থানে। শীর্ষে রয়েছেন চীনের ওয়েই ই। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ডেভিড অ্যান্টন।

আর প্রজ্ঞানন্দ
Thailand Open: ইয়ামাগুচিকে হারালেন সিন্ধু, সেমিফাইনালে প্রতিপক্ষ অলিম্পিক্স সোনাজয়ী

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in