Khel Ratna Award: মনোনীত নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, মিতালি রাজ সহ ১১ ক্রীড়াবিদ

নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, মিতালি রাজ, শ্রীজেশ ছাড়াও দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন অলিম্পিক্সে বক্সিংএ দেশকে পদক এনে দেওয়া লাভলিনা, কুস্তিতে পদক এনে দেওয়া রবি দাহিয়া।
মিতালি রাজ এবং নীরজ চোপড়া
মিতালি রাজ এবং নীরজ চোপড়াছবি সংগৃহীত
Published on

টোকিও অলিম্পিক্সে দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ চোপড়া। 'সোনার ছেলে' নীরজ এখন দেশের সেনসেশন। সেই নীরজ এবার মনোনীত হলেন ক্রীড়া জগতে দেশের সর্বোচ্চ সম্মান খেলরত্নের জন্য। নীরজ সহ মোট ১১ জন ক্রীড়াবিদকে খেলরত্নের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা পিটিআই-এর সূত্রে।

খেলরত্নের তালিকায় রয়েছেন ভারতীয় ফুটবলের মহাতারকা সুনীল ছেত্রী। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের গোল সংখ্যাকে পেছনে ফেলেছেন এবং আর্জেন্টাইন তারকা লিও মেসিকে স্পর্শ করেছেন সুনীল। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি বুধবার খেলরত্নের জন্য বেছে নিয়েছে সুনীলকে। প্রথম ফুটবলার হিসেবে খেলরত্নের জন্য মনোনীত হলেন সুনীল। সেইসঙ্গে মনোনীত হয়েছেন ভারতের মহিলা ক্রিকেট দলের টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটের অধিনায়ক মিতালি রাজ। ভারতের হকি দলের গোলরক্ষক শ্রীজেশকেও বেছে নিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি।

নীরজ চোপড়া, সুনীল ছেত্রী, মিতালি রাজ, পিআর শ্রীজেশ ছাড়াও দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মান খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন অলিম্পিকের বক্সিংএ দেশকে পদক এনে দেওয়া লাভলিনা বরগোহাঁই, কুস্তিতে পদক এনে দেওয়া রবি দাহিয়া। তালিকায় রয়েছেন প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় প্রমোদ ভগত এবং কৃষ্ণ নাগর, প্যারা শ্যুটার মণীশ নরওয়াল এবং অবনী লেখেরা ও প্যারা অ্যাথলেটিক্স সুমিত আনতিল।

খেলরত্নের পাশাপাশি এবছর অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোট ৩৫ জন অ্যাথলিট। যাঁদের মধ্যে রয়েছেন ভারতীয় সিনিয়র দলের ক্রিকেটার শিখর ধাওয়ান, প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় সুহাস যোথিরাজ, প্যারা প্যাডলার ভাবিনা প্যাটলরাও।

মিতালি রাজ এবং নীরজ চোপড়া
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার রাখলেন প্রধানমন্ত্রী

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in