West Bengal: ৩০ মে পর্যন্ত যা যা খোলা থাকবে - দেখে নিন একনজরে

রাজ্যে আগামীকাল সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩০ মে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে প্রায় সব। সম্পূর্ণ লকডাউন ঘোষণা না হলেও আগামী ১৫ দিন কড়া বিধিনিষেধের মধ্যেই থাকতে হবে রাজ্যবাসীকে।
West Bengal: ৩০ মে পর্যন্ত যা যা খোলা থাকবে - দেখে নিন একনজরে
ফাইল ছবি সংগৃহীত
Published on

রাজ্যে আগামীকাল সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩০ মে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে প্রায় সব। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি অফিস, পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান। সম্পূর্ণ লকডাউন ঘোষণা না হলেও আগামী ১৫ দিন কড়া বিধিনিষেধের মধ্যেই থাকতে হবে রাজ্যবাসীকে। শনিবার নবান্ন থেকে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

West Bengal: ৩০ মে পর্যন্ত যা যা খোলা থাকবে - দেখে নিন একনজরে
West Bengal: জরুরি পরিষেবা ছাড়া ৩০ মে পর্যন্ত বন্ধ সরকারি বেসরকারি অফিস, পরিবহন - ঘোষণা নবান্নের

আগামীকাল থেকে ১৫ দিন যা যা খোলা থাকবে রাজ্য সরকারের পক্ষ থেকে তার এক তালিকা প্রকাশ করা হয়েছে।

  • চালু থাকবে টিকাকরণ প্রক্রিয়া।

  • খোলা থাকবে সমস্ত সংবাদ মাধ্যম, ডিজিটাল মিডিয়া।

  • আগামী ১৫ দিন রাজ্যের সমস্ত পেট্রোল পাম্প খোলা থাকবে।

  • বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জন এবং সৎকারের কাজে সর্বাধিক ২০ জন উপস্থিত থাকতে পারবেন।

  • চা বাগানে ৫০ শতাংশ কর্মী নিয়ে এবং জুট মিলে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে।

  • খোলা থাকবে সমস্ত ই-কমার্স, হোম ডেলিভারি, সুইগি, জোমাটো অনলাইন ফুড ডেলিভারি।

  • চশমা, ওষুধ এবং ইলেক্ট্রনিক্সের দোকান খোলা থাকবে।

  • রাজ্যের সমস্ত মুদির দোকান, খুচরো দোকান, জরুরি পণ্য এবং বাজার চালু থাকবে প্রতিদিন সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত।

  • রাজ্যের সব মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

  • চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত প্রতিষ্ঠান খোলা থাকবে।

  • ওষুধ প্রস্তুতকারক সংস্থা, চিকিৎসা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা খোলা থাকবে।

  • শুধুমাত্র জরুরি পরিষেবায় মিলবে ট্যাক্সি।

  • অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণে ছাড় থাকবে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in