West Bengal: জরুরি পরিষেবা ছাড়া ৩০ মে পর্যন্ত বন্ধ সরকারি বেসরকারি অফিস, পরিবহন - ঘোষণা নবান্নের

রাজ্যে ৩০ মে পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করলো রাজ্য সরকার। রবিবার ১৬ মে শুরু করে আগামী ৩০ মে পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। শনিবার নবান্ন থেকে একথা জানানো হয়েছে।
West Bengal: জরুরি পরিষেবা ছাড়া ৩০ মে পর্যন্ত বন্ধ সরকারি বেসরকারি অফিস, পরিবহন - ঘোষণা নবান্নের
ফাইল ছবি সংগৃহীত

রাজ্যে আগামী ৩০ মে পর্যন্ত জরুরি পরিষেবা বাদ দিয়ে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করলো রাজ্য সরকার। রবিবার ১৬ মে শুরু করে আগামী ৩০ মে পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। শনিবার নবান্ন থেকে একথা জানানো হয়েছে।

এদিনের ঘোষণা অনুসারে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতর ছাড়া সমস্ত সরকারি, বেসরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত রকম পরিবহন। আগেই লোকাল ট্রেন বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিলো। এবার জানানো হয়েছে লোকাল ট্রেনের পাশাপাশি মেট্রো রেল, সরকারি ও বেসরকারি বাস, লঞ্চ পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

এদিন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। সবাইকে এই নিয়ম মেনে চলতে হবে।

আগামীকাল সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী ৩০ মে পর্যন্ত চলবে এই বিধিনিষেধ।

যা যা বন্ধ থাকবে –

  • লোকাল ট্রেন, মেট্রো, আন্তঃরাজ্য বাস পরিষেবা

  • শপিং মল, জিম, সুইমিং পুল

  • সমস্ত সরকারি ও বেসরকারি অফিস

  • বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন

  • জরুরি প্রয়োজন ছাড়া রাত ৯ টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাইরে বেরোনো যাবে না। থাকবে নাইট কার্ফু।

  • বন্ধ সমস্ত রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান।

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in