

প্রকাশিত হল ২০২৪ সালের দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। সোমবার দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’। আর এই তালিকায় ধাক্কা খেয়েছে রাজ্যের দুই সেরা বিশ্ববিদ্যালয় - যাদবপুর এবং কলকাতা ইউনিভার্সিটি। রাজভবন এবং নবান্নের সংঘাত কি এই অবনমনের কারণ? প্রশ্ন তুলছে শিক্ষা মহল।
সার্বিকভাবে সেরার তালিকা ছাড়াও পৃথকভাবে দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেরা বিশ্ববিদ্যালয়, সেরা কলেজ ও অন্যান্য ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নামও প্রকাশ পেয়েছে। nirfindia.org ওয়েবসাইটে এই সম্পূর্ণ তালিকা প্রকাশ পেয়েছে। সেরা ১০ বিশ্ববিদ্যালয় (NIRF Ranking 2024) ও সেরা ১০ কলেজের তালিকাতে কলকাতার দুটি করে প্রতিষ্ঠানের নাম রয়েছে।
তালিকা অনুযায়ী, দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যাদবপুর রয়েছে নবম স্থানে, গত বছর ছিল চতুর্থ স্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। কলকাতা বিশ্ববিদ্যালয় ১২ থেকে নেমেছে ১৮-এ। প্রথম একশোতে নেই প্রেসিডেন্সি। অন্যদিকে, সার্বিক ভাবে সেরার তালিকাতেও যাদবপুর ১৩ থেকে নেমে এসেছে ১৭-য়। কলকাতা বিশ্ববিদ্যালয় ২৩ থেকে ২৬-এ। সার্বিক ভাবে দেশে প্রথম আইআইটি মাদ্রাজ। এই তালিকাতে পঞ্চম আইআইটি খড়গপুর।
এবিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘রাজ্যপাল বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবে নানা ক্ষেত্রে খবরদারি করেছেন বলেই কলকাতা, যাদবপুরের র্যাঙ্ক নেমেছে।’’ র্যাঙ্ক নামা নিয়ে যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের বলেন, “গত এক বছর বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল অবস্থার নিরিখে ফল ভাল।“
সেরা ১০ ইঞ্জিনিয়ারিং কলেজ - আইআইটি মাদ্রাজ, আইআইটি দিল্লি, আইআইটি বম্বে, আইআইটি খানপুর, আইআইটি খড়গপুর, আইআইটি রুরকি, আইআইটি গুয়াহাটি, আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি তিরুচিরাপল্লী, আইআইটি বিএইচইউ বারাণসী।
সেরা ১০ বিশ্ববিদ্যালয় - আইআইএসসি বেঙ্গালুরু, জেএনইউ নয়াদিল্লি, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় নয়াদিল্লি, মণিপল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন মণিপল, বিএইচইউ বারাণসী, দিল্লি বিশ্ববিদ্যালয়, অমৃত-বিশ্ব বিদ্যাপীঠম কোয়েম্বাটোর, এএমইউ আলিগড়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভিআইটি ভেলোর।
সেরা ১০ কলেজ – হিন্দু কলেজ দিল্লি, মিরান্ডা হাইজ দিল্লি, সেন্ট স্টিফেনস কলেজ দিল্লি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ কলকাতা, আত্মরাম সনাতন ধর্ম কলেজ দিল্লি, সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, পিএসজিআর কৃষ্ণমল কলেজ ফর ওমেন কোয়েম্বাটোর, লয়োলা কলেজ চেন্নাই, কিরোরী মল কলেজ দিল্লি, লেডি শ্রীরাম কলেজ ফর ওমেন দিল্লি।
সেরা প্রাদেশিক বিশ্ববিদ্যালয় - আন্না বিশ্ববিদ্যালয় চেন্নাই, যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা, সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় পুনে, কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় চণ্ডীগড়, ওসমানিয়া বিশ্ববিদ্যালয় হায়দ্রাবাদ, অন্ধ্র বিশ্ববিদ্যালয় বিশাখাপত্তনম, ভারতীহার বিশ্ববিদ্যালয় কোয়েম্বাটোর, কেরালা বিশ্ববিদ্যালয় তিরুবনন্তপুরম, সিইউস্যাট কোচিন।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন