Sudha Murthy: রাজ্যসভার সাংসদ পদে মনোনীত ইনফোসিস কর্তার স্ত্রী সুধা মূর্তি, ঘোষণা প্রধানমন্ত্রীর

People's Reporter: মোদী লিখেছেন, ‘‘সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির উপস্থিতি আমাদের ‘নারী শক্তি’র ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ। সাংসদ হিসাবে তাঁর সময়কালের জন্য অভিনন্দন জানাই।’’
সুধা মূর্তি
সুধা মূর্তি ছবি - সংগৃহীত

বহুদিন ধরেই জল্পনা তৈরি হয়েছিল ভারতীয় শিক্ষাবিদ এবং লেখক সুধা মূর্তি রাজনীতিতে আসবেন। শুক্রবার সেই জল্পনার অবসান ঘটল। সুধা মূর্তিকে রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (পুর্বতন টুইটার) হ্যান্ডলে পোস্ট করে এই ঘোষণা করেছেন।

এদিন মোদী তাঁর পোস্টে লিখেছেন, ‘‘রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভার জন্য সুধা মূর্তিকে মনোনীত করেছেন। এই খবরে আমি খুব খুশি। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুধা-জির অবদান অনস্বীকার্য। সামাজিক, জনহিতকর এবং শিক্ষাক্ষেত্রে তিনি অনেক কাজ করেছেন।’’

তিনি আরও লিখেছেন, ‘‘সংসদের উচ্চকক্ষে সুধা মূর্তির উপস্থিতি আমাদের ‘নারী শক্তি’র ক্ষেত্রে শক্তিশালী পদক্ষেপ। সাংসদ হিসাবে তাঁর সময়কালের জন্য অভিনন্দন জানাই।’’

রাজ্যসভার সাংসদ হিসাবে মনোনীত হয়ে খুশি সুধা মূর্তি। সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি খুব খুশ। সেই সঙ্গে আমি এটা অনুভব করছি যে আমাকে আরও বেশি দায়িত্ব দেওয়া হল। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ব্যক্তিগত ভাবে আমি খুশি কারণ গরীবদের জন্য কাজ করার অনেক বড় প্ল্যাটফর্ম পেয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘এটা আমার কাছে নতুন জিনিস। এই বিষয়টি নিয়ে আমাকে পড়াশোনা করতে হবে।’’

সুধা আরও যোগ করেন, ‘‘আমি মনে করি না যে আমি এক জন রাজনীতিবিদ। আমি এক জন মনোনীত রাজ্যসভার সাংসদ। আমার জামাইয়ের (ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক) রাজনৈতিক পরিসরের সঙ্গে আমার রাজনৈতিক পরিসর সম্পূর্ণ ভিন্ন।’’

উল্লেখ্য, সুধা মূর্তি ভারতীয় শিক্ষাবিদ এবং লেখকের পাশাপাশি তিনি ইনফোসিসের কর্তা নারায়ণ মূর্তির স্ত্রী। অন্যদিকে, সুধা মূর্তির মেয়ে অক্ষতার স্বামী ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

সুধা মূর্তি
ভোটের আগে ইচ্ছাকৃতভাবে বন্ডের তথ্য প্রকাশ্যে আনতে চাইছে না SBI - আদালত অবমাননার মামলা দায়েরর আর্জি
সুধা মূর্তি
Lok Sabha Polls 24: লোকসভার আগে এনডিএতে ফিরছেন চন্দ্রবাবু নাইডু?

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in