Electoral Bonds: নির্বাচনী বন্ডের বৈধতা মামলা পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ-এ পাঠালো সুপ্রিম কোর্ট

People's Reporter: বেঞ্চ জানিয়েছে, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় সংবিধানের ধারা ১৪৫(৩) অনুসারে এই বিষয়ে দাখিল হওয়া একাধিক আবেদন পাঁচ বিচারপতির বেঞ্চে পাঠানো হবে।
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্টফাইল ছবি সংগৃহীত

নির্বাচনী বন্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের করা মামলা পাঠানো হল সাংবিধানিক বেঞ্চে। বর্তমানের ৩ বিচারপতির বেঞ্চ থেকে এই মামলা কমপক্ষে ৫ বিচারপতির বেঞ্চে পাঠানোর কথাও জানানো হয়েছে। বেঞ্চ জানিয়েছে, বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ভারতীয় সংবিধানের ধারা ১৪৫(৩) অনুসারে এই বিষয়ে দাখিল হওয়া একাধিক আবেদন পাঁচ বিচারপতির বেঞ্চে পাঠানো হবে।

এর আগেই আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর এই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের এক বেঞ্চ এই সিদ্ধান্তের কথা জানান গত ১০ অক্টোবর।

২০১৮ সালে দেশে চালু হয় ইলেকটোরাল বন্ড বা নির্বাচনী বন্ড স্কিম। যার মাধ্যমে নাম গোপন রেখে কোনও ব্যক্তি বা সংস্থা যে কোনও রাজনৈতিক দলকে অর্থসাহায্য করতে পারে। এডিআর, সিপিআই(এম), কংগ্রেস নেতা জয়া ঠাকুর, স্পন্দন বিসোয়াল সহ একাধিক সংস্থা, রাজনৈতিক দল এবং ব্যক্তি এই বন্ডের বিরোধিতা করে আদালতে জনস্বার্থ মামলা দায়ের করে।

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামক এনজিও-র পক্ষে এই আবেদন জমা দিয়েছেন আইনজীবী প্রশান্তভূষণ। যে আবেদনে নির্বাচনী বন্ডকে চ্যালেঞ্জ করে জানানো হয়েছে যে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে নাগরিকদের তথ্যের অধিকার লঙ্ঘন করা হচ্ছে এবং বেনামি অর্থের আগমনকে উৎসাহিত করা হচ্ছে। ওই আবেদনে আরও বলা হয়, এই বন্ড দুর্নীতিকে উৎসাহিত করছে। কারণ বিভিন্ন রাজনৈতিক দলে যেসব সংস্থা অনুদান দিচ্ছে বিনিময়ে সেই সেই রাজনৈতিক দলের কাছ থেকে ওইসব সংস্থার কিছু সুবিধা নেবার সম্ভাবনা থেকে যাচ্ছে।

২০২১ সালের ২৭ মার্চ শীর্ষ আদালত এক অন্তর্বর্তীকালীন আদেশে এই স্কিমে কোনও স্থগিতাদেশ আনার দাবি খারিজ করে দেয়।

দেশে প্রথমবার নির্বাচনী বন্ড বিক্রি হয় ২০১৮ সালের ১ থেকে ১০ মার্চ। প্রতিমাসের ১ থেকে ১০ তারিখ পর্যন্ত নির্বাচনী বন্ড কেনা এবং ভাঙানো যায়। নিয়ম অনুসারে বন্ড কেনার পর থেকে ১৫ দিন সেই বন্ড বৈধ থাকে। নিয়ম অনুসারে শেষ লোকসভা নির্বাচনে যে যে রাজনৈতিক দল ন্যূনতম ১ শতাংশ ভোট পেয়েছে একমাত্র সেই সেই রাজনৈতিক দলই বন্ডের মাধ্যমে অনুদান পেতে পারে।

সুপ্রিম কোর্ট
অন্যান্য দলের তুলনায় ৩ গুন বেশী অনুদান পেয়েছে বিজেপি, তৃতীয় তৃণমূল: ADR রিপোর্ট
সুপ্রিম কোর্ট
নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে ৫০০ কোটি টাকা দিয়েছে আদানিরা, অভিযোগ সেলিমের

GOOGLE NEWS-এ Telegram-এ আমাদের ফলো করুন। YouTube -এ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in